শচীনকে ছাড়িয়ে নতুন উচ্চতায় রোহিত
বিশ্বকাপের প্রথম ম্যাচে রানের খাতা খুলতে পারেননি গত বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত। খানিকটা বোধয় তেতেই ছিলেন তিনি। আফগানদের বিপক্ষে সেই ঝাঁঝ মিটিয়েছেন দ্রুত ব্যাট চালিয়ে সেঞ্চুরি হাঁকিয়ে। তাতেই তিনি ছাড়িয়ে গেছেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারকে। সব কিংবদন্তিদের ছাড়িয়ে পৌঁছে গেছেন অনন্য উচ্চতায়।
বিশ্বকাপের রেকর্ড সাত সেঞ্চুরি এখন তার নামের পাশে। আফগানদের বিপক্ষে এদিন ৬১ বলে সেঞ্চুরি হাঁকানোর পর ৮৪ বলে ১৩১ রানে থেমেছেন রোহিত। ভারতীয় অধিনায়কের ইনিংসটি সাজানো ছিল ৫টি ছয় ও ১৬টি চারে।
টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই অনন্য কীর্তি গড়ায় রোহিত এখন তাকিয়ে সামনের ম্যাচগুলোতে। যেখানে নিজের রেকর্ডটাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে লড়বেন তিনি।
রোহিতের আগে বিশ্বকাপের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটি ছিল ভারতের শচীন টেন্ডুলকারের। তার সেঞ্চুরি সংখ্যা ৬টি। পরের অবস্থানে শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটার কুমার সাঙ্গাগারা ও অস্ট্রেলিয়ার দুটি বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিংয়ের সেঞ্চুরি সংখ্যা ৫টি।
বিশ্বকাপে চারটি করে সেঞ্চুরি আছে
সৌরভ গাঙ্গুলি, এবি ডি ভিলিয়ার্স, মার্ক ওয়াহ, তিলেকারত্নে দিলশান, মাহেলা জয়াবর্ধানে ও ডেভিড ওয়ার্নারের।