ফ্রিকিকে সানজিদার গোল, জয় সাবিনার

ফ্রিকিকে সানজিদার গোল, জয় সাবিনার

ভারতের বুকে আজ ছিল ‘বাংলাদেশ ডার্বি’। ভারতীয় নারী ফুটবল লিগে যে আজ মুখোমুখি হয়েছিলেন দেশের নারী ফুটবলের দুই জনপ্রিয় নাম সাবিনা খাতুন এবং সানজিদা আক্তার। ম্যাচে কিকস্টার্ট এফসির জার্সিতে দেখা যায় সাবিনাকে। সানজিদা প্রতিনিধিত্ব করেন ইস্ট বেঙ্গলের।

দুই সতীর্থের দ্বৈরথে জয়ের হাসি হেসেছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা। তার দল কিকস্টার্ট ৩-১ গোলে হারিয়ে দিয়েছে সানজিদা ইস্ট বেঙ্গলকে। তবে পশ্চিমবঙ্গের দলটি ম্যাচে যে একমাত্র গোলটি পেয়েছে, সেটি ক্লাবটির হয়ে খেলা প্রথম বিদেশি নারী ফুটবলার সানজিদা।

কর্ণাটকের ক্লাব কিকস্টার্ট ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় অরুণার গোলের সুবাদে। শুরুতেই পিছিয়ে পড়া ইস্ট বেঙ্গল প্রথমার্ধের ৩১ মিনিটে আবার হোঁচট খায়। এবার সোনিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ করে সাবিনাদের কিকস্টার্ট।

তবে বিরতির পর ৪৮ মিনিটে একটি গোল শোধ করে ইস্ট বেঙ্গলকে ম্যাচে ফেরার লাইফলাইন এনে দেন সানজিদা। প্রায় ৪০ গজ দূর থেকে ফ্রিকিকে ভারতীয় লিগে নিজের প্রথম গোল করেন বাংলাদেশের এই ফুটবলার। তবে ৫৬ মিনিটে কিকস্টার্টের কারিশমা ইস্ট বেঙ্গলের জাল কাঁপালে হার নিয়েই মাঠ ছাড়তে হয় সানজিদাদের।

সাবিনা অবশ্য সাকুল্যে ৪ মিনিট খেলার সুযোগ পেয়েছেন। ৮৬ মিনিটে কিকস্টার্টের হয়ে বদলি হিসেবে নেমেছিলেন বাংলাদেশ অধিনায়ক।

সম্পর্কিত খবর