এই মাসেই দেখা হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার

এই মাসেই দেখা হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার

অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে পৌঁছে গেছে আর্জেন্টিনা এবং ব্রাজিল। সেলেসাওরা গ্রুপ পর্ব পেরিয়ে যায় এক ম্যাচ হাতে রেখেই। তবে আর্জেন্টিনার অপেক্ষা কিঞ্চিত দীর্ঘ হয়। অবশেষে শেষ ম্যাচে উরুগুয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই চূড়ান্ত পর্বে পা রেখেছে আলবিসেলেস্তেরা।

গ্রুপ পর্ব পেরিয়ে দুই গ্রুপ থেকে দুটি করে দল উঠেছে চূড়ান্ত পর্বে। এই পর্বে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সঙ্গী হয়েছে প্যারাগুয়ে ও ভেনেজুয়েলাও। চূড়ান্ত সব দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুটি দল পাবে প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টের মূল পর্বে অংশ নেয়ার সুযোগ।

আগামী ৫ ফেব্রুয়ারি ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনা এবং প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের চূড়ান্ত পর্ব-যাত্রা। ৮ ফেব্রুয়ারি প্রতিপক্ষ উল্টে যাবে দুই দলের। এবার আর্জেন্টিনার সামনে পড়বে প্যারাগুয়ে। গ্রুপ পর্বে দলটির বিপক্ষে ১-১ ড্র দিয়ে শুরু হয়েছিল আর্জেন্টিনার অলিম্পিক বাছাই মিশন।

একইদিনে ব্রাজিল খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। এরপর ১১ ফেব্রুয়ারি চূড়ান্ত পর্বের শেষ ম্যাচে দেখা হবে ব্রাজিল এবং আর্জেন্টিনার। দিনের অন্য ম্যাচটি প্যারাগুয়ে-ভেনেজুয়েলার।

মূল পর্বে জায়গা করে নিতে পারলে আর্জেন্টিনার তরুণ দলে যোগ দিতে দুই মহাতারকা লিওনেল মেসি এবং আনহেল দি মারিয়া।

সম্পর্কিত খবর