পিছিয়ে পড়া সিটিকে হ্যাটট্রিক করে জেতালেন ফোডেন

পিছিয়ে পড়া সিটিকে হ্যাটট্রিক করে জেতালেন ফোডেন

ক্লাব ক্যারিয়ারে সম্ভবত নিজের সেরা ম্যাচটাই গতকাল রাতে খেললেন ইংলিশ ফরোয়ার্ড ফিল ফোডেন। ব্রেন্টফোর্ডের বিপক্ষে শুরুতে গোল হজম করলেও পরে দলের হয়ে হ্যাটট্রিক পূরণ করে ৩-১ গোলের জয় তুলে এনে দেন তিনি।

বরাবরের মতই স্বাগতিকদের মাঠে যেয়েও আগ্রাসী মনোভাব নিয়েই খেলা শুরু করে পেপ গার্দিওলার শিষ্যরা। তবে ২১তম মিনিটে গোল হজম করতে হয় সিটিয়ানদের। সেই গোল প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহুর্তে শোধ করে ম্যান সিটি। একক নৈপুণ্যে ম্যাচে নিজের প্রথম গোলটি করেন ফোডেন।

বিরতির পর যেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সফরকারীরা। ৫৩তম মিনিটে কেভিন ডি ব্রুইনার এসিস্টে এবং ৭০তম মিনিটে এরলিং হল্যান্ডের পাস থেকে গোল করে নিজের হ্যাটট্রিক আদায় করে নেন ফোডেন।

ব্রেন্টফোর্ডের মাঠে ম্যাচটি হলেও পুরো ম্যাচ জুড়েই প্রভাব বিস্তার করেছে ম্যানচেস্টার সিটিই। বল দখলের লড়াই কিংবা গোলপোস্ট লক্ষ্য করে মোট শট চালানো, সবক্ষেত্রেই এগিয়ে আছে ফোডেনরাই। দুর্দান্ত এই জয়ের পর লিগ পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছে সিটি, ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৪৯। এক ম্যাচ বেশি খেলে ৫১ পয়েন্টের সঙ্গে শীর্ষে রয়েছে ক্লপের দল লিভারপুল।  

সম্পর্কিত খবর