যে কারণে বার্সাকে ‘না’ করেছেন সুইডেনের ‘বিস্ময়বালক’
নিজের ১৮তম জন্মদিনে সুইডিশ ‘বিস্ময়বালক’ লুকাস বের্গভালের টেবিলে দুটি প্রস্তাব ছিল। একটি বার্সেলোনার, অন্যটি ইংলিশ ক্লাব টটেনহ্যামের। সুইডিশ ক্লাব ডুর্গাগার্ডেনে খেলা বের্গভাল কার প্রস্তাব গ্রহণ করবেন, তা নিয়ে বেশ কয়েকদিন ভাবনা-চিন্তার পর গত ২ ফেব্রুয়ারি নিজের ১৮তম জন্মদিনে টটেনহ্যামে যোগ দেয়ার সিদ্ধান্ত নেন।
সমৃদ্ধ ইতিহাস হোক বা ক্লাব হিসেবে বিশ্ব ফুটবলে অবস্থান, দুই দিক দিয়েই টটেনহ্যামের চেয়ে বেশ এগিয়ে বার্সেলোনা। সাধারণত দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ কোনো তরুণ ফুটবলারদের প্রতি আগ্রহ দেখালে তারা সেটা ফিরিয়ে দেন না। তবে বের্গভাল এক্ষেত্রে ব্যতিক্রম। বার্সেলোনার প্রস্তাবকে শেষ মুহূর্তে ফিরিয়ে দিয়ে উত্তর লন্ডনের ক্লাব টটেনহ্যামকে বেছে নেন।
এর পেছনে কি আর্থিক ছিল? স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা চলে আসে। কারণ সাম্প্রতিক সময়ে আর্থিকভাবে খুব একটা ভালো অবস্থায় নেই বার্সেলোনা। অর্থকষ্টে ক্লাব চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে দলটি। এর সঙ্গে যোগ হয়েছে আর্থিক বিষয়ে লা লিগার কঠোর নিয়ম-কানুন। অন্যদিকে টটেনহ্যাম বিশ্ব ফুটবলে আর্থিকভাবে সবচেয়ে নিরাপদ ক্লাবগুলোর অন্যতম। অন্য ক্লাবগুলোর মতো ফিনান্সিয়াল প্লেয়ার প্লে (এফএফপি) আইন মেনে চলায় দলবদলে টাকা ঢালতেও তাদের কোনো সমস্যা নেই।
তবে কি দুই ক্লাবের আর্থিক কারণেই টটেনহ্যামকে বেছে নেয়া? বের্গভালের জবাবটা অন্যরকম, ‘দুটি ক্লাবই অসাধারণ। একটা ক্লাবকে বেছে নেয়া কঠিন ছিল। অনেকটা সময় সিদ্ধান্ত ৫০-৫০ এ আটকে ছিল। তবে এরপর মনে হয় যে ফুটবলার হিসেবে আমার পরবর্তী ধাপ টটেনহ্যাম হওয়া উচিৎ।’
এক্ষেত্রে টটেনহ্যামে খেলা গত দুই বছরের সুইডিশ বর্ষসেরা ফুটবলার ডেয়ান কুলুসেভস্কির কোনো ভূমিকা ছিল কিনা সে বিষয়টিও সুইডেনের সংবাদমাধ্যম স্পোর্ট ব্লাডেটের কাছে খোলাসা করেছেন বের্গভাল, ‘আমাদের আগে সামান্য কথা হয়েছে। ক্লাব (টটেনহ্যাম) কীভাবে কাজ করে, অনুশীলন কেমন হয় এসব নিয়েই কথা হয়েছে। আমাকে ক্লাবে যোগ দিতে (কুলুসেভস্কি) উদ্বুদ্ধ করেছে, বিষয়টা এমন নয়।’
টটেনহ্যামের সঙ্গে ৫ বছরের চুক্তি হয়েছে বের্গভালের। আগামী ১ জুলাই লন্ডনভিত্তিক ক্লাবটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন এই বিস্ময়বালক।