শেখ রাসেলকে হারিয়ে ‘দুঃখ’ ভুলল বসুন্ধরা
২০২২ সালে বসুন্ধরা কিংস অ্যারেনার যাত্রা শুরু। এরপর থেকে এই গেল সপ্তাহ পর্যন্ত নিজেদের মাঠে ঘরোয়া সব টুর্নামেন্টে অপরাজিত ছিল বসুন্ধরা কিংস, এবারের ঘরোয়া মৌসুমেও ঠিক তাই। তবে গেল শনিবার বসুন্ধরার সে অহমে আঘাত দিয়েছে মোহামেডান। লিগের ম্যাচে ১-০ গোলে হারিয়ে ভেঙে দিয়েছে নিজ মাঠে কিংসের অপরাজেয় যাত্রা।
এর দুই দিন পরই মাঠে নামতে হয়েছে কিংসকে। ফেডারেশন কাপের এই ম্যাচে দলটা হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। দশ জনের দল নিয়ে ১-০ গোলের এই জয়ে কিছুটা হলেও লিগ ম্যাচে হারের দুঃখ ভুলেছে বসুন্ধরা কিংস।
তবে ফেডারেশন কাপের এই ম্যাচে জয়টা সহজে আসেনি বসুন্ধরার। ম্যাচে শুরু থেকে আধিপত্য ধরে রেখে খেললেও গোলের দেখা যেন মিলছিল না কিছুতেই। শেখ রাসেলের জমাট রক্ষণ ভেঙে বিপদসীমায় ঢোকাই তো মুশকিল ছিল তাদের!
সঙ্গে যোগ হয় ৩৬ মিনিটে আসরোর গফুরভের সরাসরি লাল কার্ড। তখন ব্যর্থতার বৃত্তে আটকে পড়ার শঙ্কাই চেপে বসেছিল তাদের। এরপর সময় যত গড়াচ্ছিল জয়ের সম্ভাবনাটা তাদের কমেই আসছিল তত।
তবে দলকে সে ভাবনা থেকে একেবারে শেষ সময়ে এসে মুক্তি দেন মিগেল দামাসেনো। ৮৬ মিনিটে তার করা একমাত্র গোলই বসুন্ধরাকে তুলে দেয় শেষ আটে।