এশিয়ান কাপের ফাইনালে জর্ডান, গড়ল ইতিহাস

এশিয়ান কাপের ফাইনালে জর্ডান, গড়ল ইতিহাস

যে দল আগে কখনো কোয়ার্টার ফাইনালেই যেতে পারেনি তারাই এবার জায়গা করে নিল ফাইনালের মঞ্চে। টাও আবার টুর্নামেন্টের হট ফেভারিট দক্ষিণ কোরিয়াকে বিদায় করে। এএফসি এশিয়ান কাপের এই আসরের সবচেয়ে বড় চমক কিংবা অঘটন সম্ভবত ছিল এটিই।

ইউরোপ ফুটবলের তারকা খেলোয়াড় হিউং মিন সনের দলের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলা শুরু করে জর্ডান। টানা আক্রমণে দক্ষিণ কোরিয়ার ডিফেন্স লাইন এবং গোলকিপারকে সর্বক্ষণ আতঙ্কে রাখে তারা। ম্যাচের প্রায় পুরোটা সময় জুড়েই নিয়ন্ত্রণ ছিল তাদের হাতেই।

৫৪তম মিনিটে দক্ষিণ কোরিয়ার ডিফেন্স লাইনের ছোট্ট একটা ভুল কাজে লাগিয়ে ফেলেন জর্ডানের আল-নিয়ামাত। দারুন ফিনিশের সঙ্গে এগিয়ে নেন দলকে। তার কিছুক্ষণ পরেই ডি-বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন মুসা আল-তামারি। দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচ মূলত তখনই হাতছাড়া হয়ে যায় সনদের।

শেষ ৬ দেখায় কখনোই জর্ডান হারাতে পারেনি দক্ষিণ কোরিয়াকে। এবার এশিয়ান ফুটবলের সবচেয়ে বড় মঞ্চেই যেন নিজেদের প্রমাণ করে দেখাল তারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ইরান এবং কাতার ম্যাচের বিজয়ী দল। জয়ের ধারা অব্যহত রেখে শিরোপাটা এবার নিজেদের ঘরেই তুলে নিতে চায় জর্ডান। 

সম্পর্কিত খবর