রিয়াল মাদ্রিদের কাছে এমবাপের যত চাওয়া
ফুটবল বিশ্বে দলবদলের বাজারে গত তিন মৌসুম ধরেই সবাই দেখে আসছে রিয়াল মাদ্রিদ ও এমবাপের নাটকীয়তা। এবারও সেই প্রসঙ্গ নিয়েই তোলপাড় চলছে, তবে এবার আর গুজব নয় বরং আসলেই পিএসজি ছাড়তে চলেছেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপে।
আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও জানা গেছে যে, আগামী গ্রীষ্মের দলবদলে ফ্রি এজেন্ট হিসেবে রিয়ালে যোগ দিচ্ছেন এমবাপে এমন সিদ্ধান্ত নাকি তিনি নিয়ে ফেলছেন। দিন গড়ানোর সঙ্গে এমবাপে ও রিয়াল মাদ্রিদ আলোচনা যেন নতুন নতুন তথ্য আর কৌতূহলের জন্ম দিচ্ছে। স্প্যানিশ ক্লাবটির কথাতেও মনে হচ্ছে তারা এবার এমবাপেকে দলে পাওয়া নিয়ে বেশ আত্মবিশ্বাসী।
স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা এসইআর জানিয়েছে, ফ্রি এজেন্ট হিসেবে দলে যোগ দিলেও এরপর এমবাপের জন্য রিয়ালকে খরচ করতে হবে বিপুল অঙ্কের অর্থ। এছাড়াও এমবাপে নাকি রিয়াল মাদ্রিদে খেলার জন্য উচ্চ বেতনের সঙ্গে বড় অঙ্কের সাইনিং বোনাসও চাচ্ছেন।
কাদেনা এসইআর বলছে, এমবাপে মৌসুমপ্রতি ৫ কোটি ইউরো বেতন দাবি করছেন। পাশাপাশি ১২ কোটি ইউরো সাইনিং বোনাস নিতে চান রিয়ালের কাছ থেকে। এ ছাড়া বেতনের বাইরে এমবাপ্পে নাকি ইমেজ স্বত্বের জন্য বাড়তি বোনাসও পেতে চান ক্লাবটির কাছ থেকে।
অপরদিকে রিয়াল নাকি এই তারকা ফরোয়ার্ডকে ১ কোটি ৫০ লাখ ইউরো বেতনের সঙ্গে ৬ কোটি ইউরো সাইনিং বোনাস দিতে চায়। তবে এখন পর্যন্ত অবশ্য কোনো সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি। দুই পক্ষই চাচ্ছে যত দ্রুত সম্ভব নিজেদের মধ্যে হিসেব শেষ করে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে।