আত্মবিশ্বাসী প্রোটিয়াদের সামনে নড়বড়ে অস্ট্রেলিয়া
শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ে বিশ্বকাপের মিশন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। গড়েছে একের পর এক রেকর্ড। অন্যদিকে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আজ ফের মুখোমুখি হবে দু’দল। যেখানে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা প্রোটিয়াদের লক্ষ্য জয় ধরে রাখা। অন্যদিকে অজিদের লক্ষ্য প্রোটিয়াদের হারিয়ে জয়ের ধারায় ফেরা। বিশ্বকাপের অন্যতম হাই-ভোল্টেজ এই ম্যাচটি লক্ষ্ণৌয়ে শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
বিশ্বকাপের ‘চোকার্স’ নামটা দীর্ঘদিন ধরেই প্রোটিয়াদের গায়ের সঙ্গে লেপ্টে আছে। সেই নামটি মুছে দিতেই ভারতে পা রেখেছে টেম্বা বাভুমার দল। যেই বার্তা শ্রীলঙ্কার বিপক্ষেই দিয়ে রেখেছে দলটি। লঙ্কানদের বিপক্ষে আগে ব্যাট করে সে ম্যাচে গড়েছিল টুর্নামেন্টের রেকর্ড ৪২৮ রান। একই সঙ্গে সেঞ্চুরি তুলেছিল প্রোটিয়াদের তিন ব্যাটার। মার্করাম তো ৪৯ বলে শতক হাঁকিয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটায় নিজের করে নিলেন।
প্রোটিয়াদের ব্যাটিং অর্ডার নিয়েই বড় স্বপ্ন দেখছে দলটির সমর্থকরা। তবে প্রয়োজনের সময় দলের জয়ে বড় ভূমিকা রাখতে জানে দলটির পেস ইউনিটও। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দলের বোলাররা কিছুটা খরুচে থাকলেও ঠিকই উইকেট তুলে ম্যাচটা নিজেদের দিকে হেলিয়েছে তারা। সেই ভূমিকা আসর-জুরেই তাদের কাছে প্রত্যাশা কারে দলটি।
অন্যদিকে ঘুরে দাঁড়াতে মরিয়া অজিরা। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তাই একাদশেও পরিবর্তন আনার কথা ভাবছে। এক্ষেত্রে বাদ পড়তে পারেন মার্কাস স্টয়নিস অথবা ক্যামেরুন গ্রিনের যে কেউ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনায় বেশি। যদিও প্রশ্ন আছে প্রথম ম্যাচে তাব্রিজ শামসির পারফরম্যান্স নিয়ে।