ধর্ষণের অভিযোগ অস্বীকার আলভেসের
বার্সেলোনার নাইটক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগে বিচার চলছে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেসের। তবে বুধবার (৭ ফেব্রুয়ারি) আদালতে আত্মপক্ষ সমর্থনের সময় নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক এই বার্সা ডিফেন্ডার।
গত দুই দিন ধরে অভিযোগ করা নারী, সাক্ষী, পুলিশ এবং বিশেষজ্ঞদের সাক্ষ্য নেয়ার পর বাদীপক্ষের আইনজীবীর জেরার মুখে পড়েন আলভেস। জোর করে ওই নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন কিনা - বাদীপক্ষের আইনজীবীর এমন প্রশ্নের জবাবে আলভেস বলেন, ‘আমি ওই ধরনের মানুষই না।’
আলভেসের বিরুদ্ধে অভিযোগ করা ওই নারী আদালতকে বলেন যে, ঘটনার সময় আলভেসের সঙ্গে নিজের ইচ্ছাতেই নেচেছেন এবং বাথরুমেও প্রবেশ করেছিলেন। তবে তিনি সেখান থেকে বের হওয়ার সময় আলভেস তাকে থামান। অভিযোগ করা নারীর ভাষ্যমতে, আলভেস তখন তাকে চড় দিয়ে অপমান করেন এবং এরপরই ধর্ষণের ঘটনা ঘটে।
তবে আলভেস তার বক্তব্যে একটা বিষয় বারবারই উল্লেখ করেন যে, ওই নারী কখনোই বাথরুম থেকে বের হয়ে যেতে বা যৌন সম্পর্ক স্থাপনে অস্বীকৃতি জানাননি। এর সঙ্গে আলভেস আরও যোগ করেন, ‘আমরা দুজনই উপভোগ করছিলাম।’
যদিও রাষ্ট্রীয় কৌঁসুলি এক্ষেত্রে ভুক্তভোগী নারীর ঘটনাক্রমকে বিশ্বাসযোগ্য বলে আদালতে উল্লেখ করেন।
ইএসপিএন জানিয়েছে, যদি আলভেসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার শাস্তি হিসেবে ৯ বছরের কারাদণ্ড চান রাষ্ট্রীয় কৌঁসুলিরা।
ধর্ষণ মামলার পর গত বছরের ২৩ জানুয়ারি থেকে বার্সেলোনার জেলে রয়েছেন আলভেস। জামিন পেলে স্পেন ছেড়ে পালাতে পারেন, এই বিষয়টিকে আমলে নিয়ে আদালত তাকে জামিন দিতে অস্বীকৃতি জানিয়েছে। কর্তৃপক্ষকে পাসপোর্ট জমা এবং শরীরে ট্র্যাকিং ডিভাইস নিতে রাজি হওয়ার পরও তার জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।
আলভেস শুরুতে অভিযোগ করা নারীর সঙ্গে যৌন সম্পর্কের বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করেন। তবে বিষয়টিতে দুজনের সম্মতি ছিল বলে উল্লেখ করেন খেলোয়াড়ি জীবনে ৪৩ ট্রফি জেতা এই ফুটবলার।