পিছিয়ে পড়ে প্রথমার্ধ শেষ করল বাংলাদেশ
গ্রুপ পর্বে এই ভারতকেই ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর ফাইনালে সে ভারতের বিপক্ষেই কি-না ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে স্বাগতিকরা। তাতে শিরোপার স্বপ্নটাও পড়ে গেছে শঙ্কায়।
আজ বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে কৃত্রিম আলোতে হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠে নামে দুই দল। গ্রুপ পর্বটা অপরাজিত থেকে শেষ করা বাংলাদেশ এদিন ফাইনালের শুরুটা ভালোই করেছিল।
সাইফুল বারী টিটুর শিষ্যরা শুরুতে আক্রমণ করেছিল বেশ। সাগরিকার একটা ক্রস ঠিকঠাক জায়গায় রিসিভ করার মতো কেউ ছিলেন না। তার একটু পরই ভারত ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।
৮ মিনিটে বাংলাদেশ রক্ষণের ভুলের সুযোগটা নেয় ভারত। মাঝমাঠের একটু ওপর থেকে নিতু লিন্ডার থ্রু থেকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বেরিয়ে যায়। সে বলটা ফাঁকায় পেয়ে যান শিবানি দেবি। বক্সে ঢুকে দারুণভাবে ফিনিশ করেন তিনি। বাংলাদেশ গোলরক্ষক স্বপ্না রানী মণ্ডল এগিয়ে এসেছিলেন জায়গা ছেড়ে। শেষমেশ সেভটা তিনি করতে পারেননি। শিবানি তাকে পাশ কাটিয়ে দারুণভাবে প্লেসিং করে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন।