অলিম্পিকের টিকিট পেতে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
লাতিন আমেরিকা অঞ্চল থেকে অলিম্পিকের টিকিট পাবে দুটি দল। যার জন্য এই অঞ্চলের চূড়ান্ত পর্বে টিকিটের জন্য লড়ছে চারটি দল। দুই ম্যাচের একটিতে জয় ও এক ড্র নিয়ে সেই টিকিট একরকম নিশ্চিত করে ফেলেছে প্যারাগুয়ে। বাকি একটি টিকিটের দৌড়ে ভেনেজুয়েলার থেকে এগিয়ে আছে ব্রাজিল ও আর্জেন্টিনা। রোববার সেই টিকিট নিশ্চিতের ম্যাচেই মুখোমুখি হবে দল দুটি।
তবে আসন্ন অলিম্পিকে খেলা বেশ কঠিনই করে ফেলেছে আর্জেন্টিনা। ভেনেজুয়েলার বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর এবার দলটি ৩-৩ গোলে ড্র করেছে প্যারাগুয়েই বিপক্ষে। যাতে বেশ কঠিন হয়ে গেছে তাদের অলিম্পিকে খেলা। সমীকরণ মেলাতে শেষ ম্যাচে ব্রাজিলকে হারাতেই হবে তাদের।
ব্রাজিল অবশ্য আর্জেন্টিনার চেয়ে তুলনামূলক-ভাবে কিছুটা হলেও স্বস্তিতে আছে। কেননা, প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলে জয় তুলেছে তারা। পয়েন্ট টেবিলেও দলটির অবস্থান ২ নম্বরে। ঠিক এই পজিশনটাই ধরে রাখতে হবে তাদের। আর সেটি হলেও আর্জেন্টিনাকে বিদায় করে অলিম্পিকের টিকিট পাবে দলটি।
তবে ম্যাচটি আর্জেন্টিনার জন্য এক রকম অলিখিত ফাইনালই বলা চলে। কেননা, এ ম্যাচে জয় ভিন্ন পথ নেই তাদের। ব্রাজিলকে এ ম্যাচে হারাতেই হবে তাদের।