মাঠে ফিরেই হলুদ কার্ড, মেজাজ হারালেন রোনালদো
গত ৩০ ডিসেম্বর থেকেই মাঠের বাইরে আল নাসার তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পায়ে মাংসপেশির চোটে ভুগছিলেন তিনি। এই চোটের কারণেই মেসির দল ইন্টার মিয়ামির বিপক্ষে মাঠে নামা হয়নি তার। একই কারণে বাতিল হয়েছে আল নাসরের চীন সফর। তবে এসব পেছনে ফেলে গতকাল প্রীতি ম্যাচে আল হিলালের বিপক্ষে মাঠে নেমেছিলেন রোনালদো। যদিও সেই ফেরাটা খুব সুখকর হলো না তার জন্য।
ম্যাচে ২-০ গোলে হারতে হয়েছে রোনালদোর দল আল নাসরকে। একই দিনে রোনালদো দেখেছেন হলুদ কার্ড। শুধু তাই নয় রোনালদোকে রাগিয়ে দিতে গ্যালারিতে মেসি মেসি স্লোগান হয়েছে। তাতে মেজাজও হারিয়েছেন পুর্তগিজ সুপারস্টার। একবার তো দর্শকদের প্রতি হাত উঁচিয়ে পাল্টা জবাবে বলেই দিয়েছেন ‘আমি ক্রিস্টিয়ানো, মেসি নই।’
এদিন চোটে ফেরা রোনালদো ম্যাচের পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও সুবিধা করতে পারেননি তিনি। ম্যাচে গোল করা দূরে থাক সেই অর্থে সুযোগই তৈরি করতে পারেননি তিনি। বেশ ধুঁকতে হয়েছে তাকে। সতীর্থদের গোলের সুযোগও তৈরি করে দিতে দেখা যায়নি সিআর সেভেনকে। উল্টো। প্রথমার্ধে ২ গোল হজম করার পর দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে রোনালদোকে দেখতে হয়েছে হলুদ কার্ড।
এমন বাজে দিনে ম্যাচ শেষেও মেজাজ হারাতে দেখা গেছে রোনালদোকে। ম্যাচ শেষে আল হিলালের ফুটবলাররা আল নাসরকে গার্ড অব অনার দেওয়ার সময় রোনালদোর সামনে পড়েন এক কর্মী। তাকেও হাত দিয়ে সরিয়ে দিয়েছেন রোনালদো। এ সময় তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল কতটা বিরক্ত তিনি। এরপর ড্রেসিংরুমে ঢোকার পথেও আরও একবার মেজাজ হারিয়েছেন তিনি। আল হিলালের এক সমর্থক তার দিকে জার্সি ছুড়ে মারলে তা নিজের ঊরুসন্ধিতে ঘষতে থাকেন তিনি।