নেশন্স লিগের মৃত্যুকূপে রোনালদো-এমবাপে

নেশন্স লিগের মৃত্যুকূপে রোনালদো-এমবাপে

চতুর্থবারের মতো শুরু হতে যাচ্ছে উয়েফা নেশন্স লিগ। যা আগামী ৫ শুরু হয়ে চলবে ২০২৫ সালের জুন পর্যন্ত। টুর্নামেন্ট সামনে রেখে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ড্র। যেখানে বেশ কঠিন গ্রুপেই পড়েছে রোনালদোর পর্তুগাল ও কিলিয়ান এমবাপের ফ্রান্স। এই দুই দলের গ্রুপকে বলা হচ্ছে মৃত্যুকূপ।

তবে টুর্নামেন্টের সবচেয়ে কঠিন গ্রুপ হয়েছে গ্রুপ বি১। যাকে বলা হচ্ছে গ্রুপ অব ডেথ। এই গ্রুপে ইতালি, ফ্রান্স, বেলজিয়াম ও ইসরায়েল মুখোমুখি হবে একে অন্যের। যেখান থেকে পরবর্তী রাউন্ডে যাবে দুটি দল। অর্থাৎ গ্রুপপর্বেই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে এমবাপেকে।

একই অবস্থা ক্রিস্টিয়ানো রোনালদোরও। কঠিন গ্রুপে পড়েছে তার দল পর্তুগালও। পর্তুগালের সঙ্গে গ্রুপ এ১-এ আছে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া ও রর্বাট লেভান্ডোভস্কির পোল্যান্ড ও স্কটল্যান্ড। এছাড়াও জার্মানি ও হাঙ্গেরি একই গ্রুপে পড়েছে। ২০২৪ ইউরোতেও একই গ্রুপে ছিল এই দুটি দল।

আসন্ন নেশন্স লিগে প্রথমবারের মতো এবার থাকছে কোয়ার্টার-ফাইনাল। 'এ' লিগের প্রতি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে শেষ আটের লড়াইয়ে। সেখান থেকে পর্যায়ক্রমে একধাপ করে এগিয়ে যাবে জয়ী দলগুলো। তবে ইউক্রেন যুদ্ধের প্রভাবে এবারের নেশন্স লিগে জায়গা হয়নি রাশিয়ার।

গ্রুপিং

লিগ এ তে

গ্রুপ এ১ : পর্তুগাল, ক্রোয়েশিয়া, পোল্যান্ড ও স্কটল্যান্ড

গ্রুপ বি১ : ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, ইসরায়েল

গ্রুপ বি৩ : নেদারল্যান্ডস, জার্মানি, হাঙ্গেরি, বসনিয়া

গ্রুপ বি৪ : স্পেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, সার্বিয়া

লিগ বি তে

বি১ : চেক প্রজাতন্ত্র, ইউক্রেইন, আলবেনিয়া, জর্জিয়া

বি২ : ইংল্যান্ড, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, গ্রিস

বি৩ : নরওয়ে, অস্ট্রিয়া, স্লোভেনিয়া, কাজাখস্থান

বি৪ : ওয়েলস, আইসল্যান্ড, মন্টেনেগ্রো, তুরস্ক

লিগ 'সি'

সি১ : সুইডেন, আজারবাইজান, স্লোভাকিয়া, এস্তোনিয়া

সি২ : রোমানিয়া, কসোভো, সাইপ্রাস, লিথুয়ানিয়া/জিব্রাল্টার

সি৩ : লুক্সেমবার্গ, বুলগেরিয়া, নর্দান আয়ারল্যান্ড, বেলারুস

সি৪ : আর্মেনিয়া, ফারো আইল্যান্ড, নর্থ মেসেডোনিয়া, লাটভিয়া

লিগ ডি তে

ডি১ : লিথুয়ানিয়া/জিব্রাল্টার, সান ম্যারিনো, লিখটেনস্টাইন

ডি২ : মলদোভা, মাল্টা, অ্যান্ডোরা।

সম্পর্কিত খবর