ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট জাল, গ্রেপ্তার চার

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট জাল, গ্রেপ্তার চার

চলতি বিশ্বকাপে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। দর্শকদের কথা বিবেচনা করে দেশটির সবচেয়ে বড় স্টেডিয়াম আহমেদাবাদে আয়োজন করা হচ্ছে ম্যাচটি। বিক্রি হয়ে গেছে ম্যাচের সব টিকিট। তবুও যে কোনো মূল্যে মাঠে বসে দেখা চায় ম্যাচটি।

দর্শক আগ্রহের সেই সুযোগই নিচ্ছিল এক শ্রেণীর অসাধু মুনাফাখোররা। বিশ্বকাপের সবচেয়ে আকর্ষনীয় এই ম্যাচটির টিকিট জাল করে তা বিক্রি করছিল মোটা অংকে। বিষয়টি অবশ্য নজর এড়ায়নি আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চের। অভিযান চালিয়ে চার জাল টিকিট বিক্রেতাকে গ্রেপ্তার করেছে তারা। তাদের বিরুদ্ধে অভিযোগ ৩ লাখ টাকায় ভারত-পাকিস্তান ম্যাচের ৫০টি জাল টিকিট বিক্রি করেছে তারা।

বিষয়টি নিয়ে আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের পিসিপি চৈতন্য মান্ডলি জানান, ‘আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট নকল মামলায় চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। জৈমিন প্রজাপতি প্রধান আসামি। তিনি কুশ মীনা এবং রাজবীর ঠাকুরের সাথে ভুয়া টিকিট ছাপিয়েছিলেন। আমরা ১৫০টি টিকিট উদ্ধার করেছি।’

তিনি আরও বলেন, ‘তারা একজন ক্লায়েন্টকে ৫০টি টিকিট দিয়েছে আমরা সেটিও ধরেছি। মোট ২০০টি টিকিট উদ্ধার হয়েছে। যার মধ্যে ৫০টি টিকিট বিক্রি করে তারা ৩ লক্ষ টাকা পেয়েছে। সেই অর্থও আদায় করেছি আমরা। আসল টিকিটে ৪টি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে, যেগুলি বিসিসিআইও ঘোষণা করেছে। তারা মূলত, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট বিক্রি করছিল।’

সম্পর্কিত খবর