বায়ার্নকে হারিয়ে শিরোপার দৌড়ে এগিয়ে রইল লেভারকুসেন

বায়ার্নকে হারিয়ে শিরোপার দৌড়ে এগিয়ে রইল লেভারকুসেন

নতুন কোচ শাভি আলনসোর অধীনে চলতি মৌসুমটা দুর্দান্ত কাটছে জার্মান বুন্দেসলিগার দল বায়ার লেভারকুসেনের। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে একমাত্র অপরাজিত দলটি হলো তারা। এবার নিজেদের লিগের দাপুটে প্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখকেও হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখল তারা।

বুন্দেসলিগা যেন বায়ার্নের একক সম্পত্তি, ক্লাব ফুটবল এমনটাই দেখে আসছে বহু বছর ধরে। টানা ১১ বার সহ লিগের ইতিহাসে মোট ৩৩ বার শিরোপা ঘরে তুলেছে বায়ার্নই। তবে এবার তাদের আধিজাত্য ও দাপট ভাঙতে চলেছে লেভারকুসেন। শনিবার ঘরের মাঠে বায়ার্নকে ৩-০ গোলে হারিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেল আলনসোর শিষ্যরা।

নিজেদের মাঠে এদিন শুরু থেকেই আগ্রাসী ছিল লেভারকুসেন। ১৮তম মিনিটেই এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন স্বাগতিকরা। ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয় সফরকারীরা। অবশেষে হারের মুখ দেখেই মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।

এই জয়ের জয় ২১ ম্যাচে ১৭ জয়ের সঙ্গে লেভারকুসেনের পয়েন্ট ৫৫। সমপরিমাণ ম্যাচ খেলে দ্বিতীয় অবস্থানে থাকা বায়ার্নের পয়েন্ট ৫০। মৌসুমের শেষ পর্যন্ত জয়ের এই ধারা অব্যাহত রেখে লেভারকুসেন ইতিহাস গড়তে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

সম্পর্কিত খবর