ইয়ামালের জোড়া গোলে মান বাঁচল বার্সার

ইয়ামালের জোড়া গোলে মান বাঁচল বার্সার

চলতি মৌসুমে লা লিগার শিরোপা জেতার দৌড় থেকে ছিটকে গেছে শাভি হার্নান্দেসের দল। জয়ের ধারা অব্যাহত রাখতে পারছে না তারা। এবার ঘরের মাঠে হাড্ডাহাড্ডি লড়াই শেষে গ্রানাদার সঙ্গে ৩-৩ গোলে ড্র করল বার্সেলোনা।

শুরুতেই দলকে এগিয়ে নেন তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। ক্যানসেলোর অ্যাসিস্টে ম্যাচে নিজের প্রথম গোলটি পান তিনি। প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহুর্তে দলকে সমতায় ফেরান রিকার্ড সানচেজ।

দ্বিতীয়ার্ধে নতুন উদ্যমে খেলতে থাকে সফরকারীরা। ৬০তম মিনিটে বার্সার ডিফেন্ডারের ভুলে দলকে এগিয়ে নেন পেলিস্ত্রি। তবে তার মিনিট তিনেক পরেই গুন্দোয়ার বাড়ানো বলকে জালে প্রবেশ করান রবার্ট লেভানডোভস্কি। তার ঠিক তিন মিনিট পর মেকেলের গোলে আবারও এগিয়ে যায় গ্রানাদা।

আক্রমণের ধার মজবুত করে স্বাগতিকরা। অবশেষে ৮০তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলকে সমতায় ফেরানোর গোলটি করেন ইয়ামাল। পূর্ণ পয়েন্ট না পেলেও ড্র নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় তার দল।

এই ড্রয়ে ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে জিরোনা।

সম্পর্কিত খবর