২০২৪ অলিম্পিকে মেসির খেলা নিয়ে যা বললেন মাচেরানো

২০২৪ অলিম্পিকে মেসির খেলা নিয়ে যা বললেন মাচেরানো

লিওনেল মেসিকে অলিম্পিকে দেখা যেতে পারে। আর্জেন্টিনার অলিম্পিকের টিকিট নিশ্চিত হওয়ার বেশ আগে থেকেই চলছে এই গুঞ্জন। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার প্যারিস অলিম্পিকের টিকেট নিশ্চিত হওয়ার সে গুঞ্জনের পালে হাওয়া লেগেছে। 

অলিম্পিকের মূল পর্ব নিশ্চিত হওয়ার পর এবার তাকে দলে পেতে আগ্রহের কথা জানালেন খোদ আর্জেন্টিনার যুব দলের ম্যানেজার এবং মেসির সাবেক আর্জেন্টিনা ও বার্সেলোনা সতীর্থ হাভিয়ের মাচেরানো। সাবেক আর্জেন্টাইন এই তারকা ডিফেন্ডার চান, তার বন্ধু মেসি আরও একটি অলিম্পিকে খেলুক। দেশের হয়ে আরও একটি স্বর্ণপদক ঘরে তুলে আনতে ভূমিকা রাখুক। এর আগে মেসির হাত ধরেই অলিম্পিকে সোনা জিতেছিল আর্জেন্টিনা। সেই দলে ছিলেন মাচেরানো নিজেও।

মেসিকে আরেকবার অলিম্পিকে খেলতে দেখতে চাওয়ার বিষয়ে মাচেরানো বলেন, ‘মেসি ও ডি মারিয়ার সঙ্গে আমার সম্পর্ক দারুণ। আমরা বন্ধু। কোচ হিসেবে আমি তাদেরকে অবশ্যই দলে নিতে চাইব। দিনশেষে এটি তার সিদ্ধান্তের উপরই নির্ভর করবে।’ খেলোয়াড় হিসেবে ২০০৪ অলিম্পিকেও আর্জেন্টিনার হয়ে অলিম্পিক স্বর্ণপদক জয় করেছিলেন।

তিনি আরও যোগ করেন, ‘সবাই জানে মেসির সঙ্গে আমার সম্পর্কের গভীরতা কোন পর্যায়ে। ওর মতো একজন খেলোয়াড়ের জন্য যেকোনো দলের দরজা সবসময় খোলা। এখন বাকিটুকু নির্ভর করছে মেসির নিজের সিদ্ধান্তের এবং অন্যান্য প্রতিশ্রুতির ওপর।’

সাধারণত অলিম্পিকে দেশগুলোর অনূর্ধ্ব-২৩ দল অংশগ্রহণ করে। তবে এক্ষেত্রে সর্বোচ্চ তিনজন বেশি বয়সী খেলোয়াড় দলে রাখতে পারে। মেসি, দি মারিয়াদের দরজা অলিম্পিকের জন্য খোলা। তবে অলিম্পিক শুরুর ঠিক আগে শেষ হবে কোপা আমেরিকা, তাই মেসি-দি মারিয়ারা অল্প সময়ের ব্যবধানে আরেকটি বড় প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে কিছুটা সংশয় থাকছে।

এদিকে জয়ের পর আর্জেন্টিনার যুবাদের অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রাম মেসি লিখেছেন, ‘ভামোস (এগিয়ে যাও)।’ ক্যারিয়ারের ঊষালগ্নে আর্জেন্টিনাকে অলিম্পিক সোনা জিতিয়েছিলেন মেসি। ক্যারিয়ার সায়াহ্নে আরেকবার অলিম্পিকের মঞ্চে তাকে দেখা যাবে কিনা, সেটার উত্তর সময়ই দেবে।

সম্পর্কিত খবর