ইস্ট বেঙ্গলের ‘মনে মুন্না’

ইস্ট বেঙ্গলের ‘মনে মুন্না’

কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্নার প্রয়াণ দিবস আজ। ২০০৫ সালের এই দিনে পরলোকগমন করেন বাংলাদেশের এই ক্ষণজন্মা ফুটবলার। মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেছে ভারতীয় ক্লাব ইস্ট বেঙ্গল এফসি।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নিজেদের স্বীকৃত ফেসবুক পাতায় মুন্নাকে স্মরণ করে একটি গ্রাফিক কার্ড পোস্ট করেছে তারা। কার্ডে মোনেম মুন্নার প্রতিকৃতির সঙ্গে তারা লিখেছে ‘মনে মুন্না’।

মোনেম মুন্না ভারতের ইস্ট বেঙ্গলে খেলেছেন ৯০-এর দশকে। ছবির ক্যাপশনে ক্লাবটি লিখেছে, ‘আমাদের সাবেক ডিফেন্ডার মোহাম্মদ মোনেম মুন্নাকে তার ১৯তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ করছি।’ সঙ্গে ইস্ট বেঙ্গলের জার্সিতে মুন্নার কীর্তির কথাও স্মরণ করেছে ভারতের এই ঐতিহ্যবাহী ক্লাব।

ইস্ট বেঙ্গলে তিন মৌসুমের (১৯৯১-৯৪) ট্রফি জয়ের অন্যতম নায়ক বাংলাদেশের সাবেক অধিনায়ক যে ভক্তদের অত্যন্ত প্রিয় এবং এই সেন্টার ব্যাক যে ভক্তদের মাঝে কিং ব্যাক হিসেবে খ্যাত সেটাও উঠে এসেছে তাদের পোস্টে।

উল্লেখ্য, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রথম ট্রফিজয়ী দলের অধিনায়ক ছিলেন মুন্না। ক্লাব ও জাতীয় দলের এই কীর্তিমান কিংবদন্তী শেষ পর্যন্ত কিডনি জটিলতার কাছে হার মানেন।

সম্পর্কিত খবর