যেমন হলো জাতীয় ক্রিকেট লিগের ৮ দল
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৫তম আসর শুরু হয়েছে আজ। প্রথম দিনে প্রথম রাউন্ডের ম্যাচে আজ মিরপুরে মাঠে নেমেছে ঢাকা-রংপুর, সিলেটে লড়ছে সিলেট-ঢাকা মেট্রো, চট্টগ্রামে চট্টগ্রাম-বরিশাল এবং রাজশাহীতে খেলছে রাজশাহী-খুলনা।
জাতীয় দলের বিশ্বকাপ ব্যস্ততা ও বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের লঙ্কা সফরের কারণে শুরুতে অবশ্য তারকা পাচ্ছে না এনসিএল। তাদের ছাড়ায় দল গড়েছে টুর্নামেন্টের আটটি দল। দেখে নেওয়া যাক আটটি দলের খেলোয়াড়দের তালিকা।
ঢাকা: মোহাম্মদ সাইফ হাসান (অধিনায়ক), রনি তালুকদার (সহ-অধিনায়ক), আব্দুল মজিদ, জয় রাজ শেখ ইমন, তাইবুর রহমান, শুভাগত হোম, নাদিফ চৌধুরী, মাহিদুল ইসলাম অংকন, নাজমুল ইসলাম অপু, সোহাগ রেজা, সুমন খান, তৌফিক আহমেদ, সালাউদ্দীন শাকিল, আনানমুল হক।
ঢাকা মেট্রো: সাদমান ইসলাম (অধিনায়ক), নাঈম শেখ (সহ-অধিনায়ক), আমিনুল ইসলাম বিপ্লব, নাঈম ইসলাম, মার্শাল আইয়ুব, আল-আমিন, জাহিদুজ্জামান সাগর, আবু হায়দার, কাজী অনিক ইসলাম, আরিফুল ইসলাম, শহীদুল ইসলাম, মানিক খান, মাহফিজুল ইসলাম রবিন, আনিসুল ইসলাম ইমন।
বরিশাল বিভাগ: ইফতেখার হোসেন ইফতি, মঈনুল ইসলাম, আবু সায়েম চৌধুরী, ফজলে রাব্বি মাহমুদ, সালমান হোসেন ইমন, মঈন খান, হাফিজুর রহমান, মোজাম্মেল হোসেন শাকিল, সোহাগ গাজী, জাকারিয়া মাসুদ, কামরুল ইসলাম রাব্বি, রুয়েল মিয়া, শামসুল ইসলাম অনিক, শাহরিয়ার সাকিব।
খুলনা: কাজী নুরুল হাসান (অধিনায়ক), আনামুল হক বিজয়, সৌম্য সরকার (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, নাহিদুল ইসলাম, জিয়াউর রহমান, আরিদুল ইসলাম আকাশ, আল আমিন হোসেন, আব্দুল হালিম, অমিত মজুমদার, সালমান হোসেন, টিপু সুলতান।
রাজশাহী: তাইজুল ইসলাম (অধিনায়ক), ফরহাদ হোসেন, জুনায়েদ সিদ্দিকী, সাব্বির রহমান, মেহরব হোসেন আহিন, শাখির হোসেনক, শাব্বির হোসেন, ইমরানুজ্জামান, সানজামুল ইসলাম, শফিকুল ইসলাম, মিজানুর রহমান, আসাদুজ্জামান পায়েল, মোহর শেখ অন্তর, হাবিবুর রহমান।
সিলেট: জাকির হাসান (অধিনায়ক), তৌফিক খান তুষার, মিজানুর রহমান সায়েম, ইমতিয়াজ হোসেন, জাকের আলী অনিক, আসাদুল্লাহ গালিব, রাহাতুল ফেরদৌস জাভেদ, আবু জায়েদ রাহী, সাঈদ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শাহানুর রহমান, জয়নুল ইসলাম, নাবিল সামাদ, তৌহিদ হোসেন ফেরদৌস।
চট্টগ্রাম: ইরফান শুক্কুর (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী (সহ-অধিনায়ক), পিনাক ঘোষ, সাব্বির হোসেন, মমিমুল হক সৌরব, সৈকত আলী, শামীম হোসেন, নাঈম হাসান, জসিম উদ্দিন, ইয়াসিন আরাফাত মিশু, মেহেদী হাসান রানা, মেহেদী হাসান/ফাহাদ হোসেন, মঈনুল ইসলাম পাটোয়ারী, ইরফান হোসেন।
রংপুর: আরিফুল হক (অধিনায়ক), রবিউল হক (সহ-অধিনায়ক), মাহাদী মারুফ, মাইশুকুর রহমান, জাহিদ জাবেদ, মিম মোসাদ্দেক, তানবীর হায়দার খান, অনিক সরকার, আসাদুল্লাহ গালিব, সোহেল রানা, শাহিন আলম, সঞ্জিত সাহা, আবু হাসিম, নিহাদ উজ জামান।