রিয়ালের টিম বাসের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লাইপজিগের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সেখানে যাওয়ার পথে বিমানবন্দরে নেমে টিম হোটেলে রওনা হয় রিয়াল মাদ্রিদের ফুটবলার ও স্টাফদের বহনকারী বাস। তবে পথেই ঘটে বিপত্তি। একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয় দলের স্টাফ বহনকারী বাসের। যেখানে উপস্থিত ছিলেন ইংলিশ তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।
জার্মানির পত্রিকা বিল্ডের খবর অনুযায়ী, রিয়াল মাদ্রিদের বাসটি যে পথ দিয়ে যাচ্ছিল, সেই রাস্তায় একটি টয়োটা প্রাইভেট কার লেন পরিবর্তন করছিল। গাড়িটি লেন পরিবর্তন করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় টিম বাসের এক পাশে।
বাসের চালকের আসনের কাছাকাছি জায়গায় মূলত ধাক্কা লাগে গাড়িটির। এতে বাসের খুব একটা ক্ষতি হয়নি। ভেতরে থাকা কেউ আহতও হননি। তবে গাড়িটির বেশ ক্ষতি হয়েছে।
কোচ ও স্টাফদের ছাড়া দূর্ঘটনার সময় বাসে উপস্থিত থাকা একমাত্র খেলোয়াড় ছিলেন বেলিংহ্যাম। এক্সিডেন্টটি হওয়ার পর বাসের সবাই নেমে এলেও আগের ম্যাচে চোট পাওয়ার কারণে তিনি নামতে পারেননি। এছাড়া কারও বড় কোন ক্ষতি হয়নি বলে জানা গেছে।