সবচেয়ে দামি স্কোয়াডের রেকর্ড এখন ম্যানচেস্টার ইউনাইটেডের
২০২০ মৌসুমে স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের স্কোয়াডের মূল্য ছিল ১৩৩ কোটি ইউরো। ইউরোপ ফুটবলে এতদিন এটি ছিল সবচেয়ে দামি দল। তবে সেই রেকর্ড এবার ভাঙল ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন রেকর্ড অনুযায়ী রেড ডেভিলদের ২০২২-২৩ মৌসুমের দলটির মূল্য ছিল ১৪২ কোটি ২০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার ৮১১ কোটি টাকারও বেশি।
সেই মৌসুমে ক্লাবটির বড় অংশ ব্যয় হয়েছিল দুই ব্রাজিলিয়ান আন্তোনিও ও কাসেমিরোকে দলে ভেড়াতে। এদিকে সর্বশেষ গ্রীষ্মকালীন দলবদলে যোগ দেওয়া রাসমুস হইলুন্দ, ম্যাসন মাউন্ট, আন্দ্রে ওনানা ও আলতাই বায়িনদিরদের পেছনে খরচ করা প্রায় ১৮ কোটি ইউরো ছাড়াই ঘোষণা হয়েছে এই তালিকা।
গতকাল উয়েফা গভর্নিং বডির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নিশ্চিত হয় এই তথ্য।
এছাড়াও সেই মৌসুমে দ্বিতীয় দামি ক্লাব ছিল ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি, যার মূল্য ছিল ১২৮ কোটি ৬০ লাখ ইউরো। সেবার সবচেয়ে দামি ক্লাব নিয়েও সাফল্য ছুঁয়ে দেখতে ব্যর্থ হয়েছিল ম্যান ইউ। সিটির থেকে ১৪ পয়েন্ট পিছিয়ে থেকে তৃতীয় অবস্থানে থেকে শেষ করেছিল লিগের খেলা।