বছর না ঘুরতেই চাকরি হারালেন ক্লিন্সম্যান
কাতার বিশ্বকাপ শেষে গতবছরের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ কোরিয়া ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নেন ইয়ূর্গেন ক্লিন্সম্যান। স্বপ্ন দেখান ২০২৪ এশিয়ান কাপে দলকে সাফল্য এনে দেওয়ার। তবে শেষ পর্যন্ত সেটি করতে ব্যর্থ হয়েছে তার দল। যার সুবাদে বছর না ঘুরতেই চাকরি হারাতে হয়েছে জার্মানির বিশ্বকাপ জয়ী এই সাবেক তারকা ফুটবলারকে।
ক্লিন্সম্যানের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি করেছিল দক্ষিণ কোরিয়া। তার অধীনেই বিশ্বকাপ খেলার কথা ছিল দলটির। তবে এরইমধ্যে তাকে নিয়ে তৈরি হয় বেশ কিছু বিতর্ক। জর্ডানের বিপক্ষে ম্যাচের আগে দক্ষিণ কোরিয়া দলের তারকা খেলোয়াড়দের মধ্যে মারামারি। ও সেই সাথে মাঠে নেমে জর্ডানের কাছে হেরে এশিয়ান কাপ থেকে বিদায়। এসব ঘটনার জন্যও গত বেশ কিছুদিন যাবতই কঠোর সমালোচিত হতে হচ্ছিল তাকে। যার শেষটা হলো চাকরি হারানোর মধ্য দিয়ে।
তবে খেলোয়াড়ি জীবনে বেশ আলো ছড়িয়েছিলেন ক্লিন্সম্যান। জার্মানির হয়ে ১০৮ ম্যাচে ৪৭ গোল করাসহ ১৯৯০ বিশ্বকাপের পাশাপাশি ১৯৯৬ ইউরো জেতাতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই খ্যাতির সুবাদেই ২০০৪ সালে ফুটবল ছাড়ার পর দেশটির জাতীয় দলের কোচের দায়িত্ব পান তিনি। যদিও পরবর্তীতে কোচিং ক্যারিয়ারটা খুব একটা সমৃদ্ধ হয়নি তার।
তার অধীনে ২০০৬ বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নেয় জার্মানি। এরপর ২০০৮ সালে বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিলেও এক মৌসুমও টিকতে পারেননি ক্লিন্সম্যান। পরে অবশ্য ২০১১ সালে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিয়ে গোল্ড কাপ জেতানোর পাশাপাশি দেশটিকে ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোয় তুলেছিলেন ক্লিন্সম্যান।