কোপার আগে ৪টি প্রস্তুতি ম্যাচ খেলতে চায় মেসির আর্জেন্টিনা

কোপার আগে ৪টি প্রস্তুতি ম্যাচ খেলতে চায় মেসির আর্জেন্টিনা

চলতি মাসের শুরুর দিকে হংকং একাদশের বিপক্ষে এক প্রীতি ম্যাচ খেলে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। সেখানে খেলার কথা ছিল ফুটবল বিশ্বের অন্যতম এই মহাতারকার। এতে মেসিকে দেখতে চওড়া দামে ম্যাচের টিকিট খিনেছিলেন। তবে শেষ মুহূর্তে পেশিতে অস্বস্তির কারণে সেই ম্যাচে নামা হয়নি মেসির। এবং মেসির ম্যাচে না নামা নিয়ে আলোচনা-সমালোচনাও হয়েছে বেশ। 

সেদিন মাঠেই মেসিকে মাঠে দেখতে না পারার খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকরা। মাঠে এবং মাঠের বাইরে নানা ব্যানার বা সামাজিক যোগাযোগমাধ্যমে টিকিটের টাকা ফেরত চেয়েছেন অনেকেই। এদিকে এমন ঘটনা আমেরিকান ক্লাবটির চেয়ে শেষ পর্যন্ত বেশি ক্ষতিগ্রস্ত হয় আর্জেন্টিনা ফুটবল। এবার আসা যাক সেই প্রসঙ্গেই। 

চলতি বছরের ২১ জুন থেকে শুরু হবে লাতিন আমেরিকা ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা। সেই টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করে রেখেছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হাংজু এবং বেইজিংয়ে আগামী ১৮ ও ২৬ মার্চ নাইজেরিয়া ও আইভরি কোস্টের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। তবে হংকং-মায়ামির ম্যাচের সূত্র ধরেই ম্যাচ দুটি হয়েছে বাতিল। বাণিজ্যিক ইভেন্টে বাঁধা হওয়ায় গত সপ্তাহে আরজেন্তিনা-নাইজেরিয়ার ম্যাচটি বাতিল ঘোষণা দেয় হাংজু স্পোর্টস ব্যুরো। তার কিছুক্ষণ পরই বেইজিং নেয় একই সিদ্ধান্ত। যেখানে হওয়ার কথা ছিল আর্জেন্টিনা-আরভরি কোস্টের ম্যাচ। 

এদিকে ম্যাচ দুটি বাতিল হওয়ার পর থেকেই বিকল্প ভেন্যু খুঁজতে শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল। এবার জানা গেল বিকল্প ভেন্যু খুঁজে দুটির বদলে কোপার আগে চারটি প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা করছে বিশ্বচ্যাম্পিয়নরা। 

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, টুর্নামেন্টের শুরুর কিছুদিন আগে কনকাকাফ অঞ্চলের দুটি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল। ম্যাচ দুটি হবে যুক্তরাষ্ট্রে। 

যদিও এ নিয়ে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। তবে দেশটির গণমাধ্যমের মতে ইকুয়েডর ও হন্ডুরাসের বিপক্ষে সম্ভাব্য প্রস্তুতি ম্যাচ দুটি খেলবে আর্জেন্টিনা। এদিকে চীনে বাতিল হওয়া সেই ম্যাচ দুটির জন্য ভিন্ন ভেন্যু পাওয়া সাপেক্ষে নাইজেরিয়া ও আইভরি কোস্টের বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলতে চায় মেসি-ডি মারিয়াদের দল।

সম্পর্কিত খবর