পয়েন্ট খোয়াল মোহামেডান-আবাহনী, সুবিধা বসুন্ধরার 

পয়েন্ট খোয়াল মোহামেডান-আবাহনী, সুবিধা বসুন্ধরার 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের এই গেমউইক একই বিন্দুতে এনে মেলাল আবাহনী আর মোহামেডানকে। নিজেদের অষ্টম ম্যাচে ড্র করেছে দুই দলই। আবাহনী ২-২ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে, ওদিকে শেখ জামালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে মোহামেডান। 

দুই দলের এই পয়েন্ট খোয়ানোর দিনে লাভটা হয়েছে বসুন্ধরা কিংসের। শীর্ষে থাকা বসুন্ধরার সঙ্গে যে ২ আর ৩ এ থাকা দুই দলের পয়েন্টের ফারাকটা বড় হয়েছে আরও!

টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরার পয়েন্ট আট ম্যাচে ২১। দুইয়ে থাকা মোহামেডান এখনও লিগে অপরাজিত আছে, তাদের পয়েন্ট ১৬। তিনে থাকা আবাহনীর পয়েন্ট ১৪। 

আজ শনিবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আবাহনী লিমিটেড প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে গিয়েছিল। ৮ম মিনিটে পেনাল্টি থেকে কর্নেলিয়াস স্টুয়ার্ট এগিয়ে দেন আবাহনীকে। এরপর ৩৬ মিনিটে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

চট্টগ্রাম আবাহনী ম্যাচে ফেরে বিরতির ঠিক আগে। পেনাল্টি থেকে নাইজেরিয়ান ফরোয়ার্ড ইফেগুর গোলে ব্যবধান কমায় চট্টগ্রাম আবাহনী। এরপর সেই ইফেগুর গোলই ৫৩ মিনিটে ম্যাচে সমতায় ফেরায় দলটাকে। ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা মেলেনি। দুই দল মাঠ ছাড়ে একটি করে পয়েন্ট নিয়ে। 

ওদিকে মোহামেডান ময়মনসিংহ স্টেডিয়ামে শেখ জামালের বিপক্ষে কোনো গোল করতে পারেনি। যার ফলে বসুন্ধরার বিপক্ষে দারুণ জয়ের পর টানা দ্বিতীয় লিগ ম্যাচে জয়শূন্য থাকতে হলো কোচ আলফাজ আহমেদের দলকে। যার ফলে শীর্ষে থাকা বসুন্ধরার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধানটাও বেড়ে গেল আরও একটু!

দিনের অন্য ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ৪-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। শেখ রাসেলের গোলের খাতা খোলেন সুমন রেজা। এরপর সেলেমনির হ্যাটট্রিকে সহজ জয় পায় দলটা।

সম্পর্কিত খবর