যোগ করা সময়ে লেভান্ডভস্কির গোলে বার্সার নাটকীয় জয় 

যোগ করা সময়ে লেভান্ডভস্কির গোলে বার্সার নাটকীয় জয় 

প্রথমার্ধের শেষ মিনিটে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের ঠিক শুরুতেই সমতায় ফেরে সেলতা ভিগো। সেই সমতায় টেনে দুই দল নিয়ে যায় ম্যাচের যোগ করা সময়ে। সেখান থেকে সম্ভাব্য ড্র’ই দেখছিল দুই দল। তবে রোমাঞ্চের শুরু যে সবে। 

যোগ করার সময়ের তৃতীয় মিনিটে বার্সা ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে ফাউল করে বসে প্রতিপক্ষ দলের ডিফেন্ডার। এতে পেনাল্টি পায় কাতালানরা। তবে নাটকের প্রথম ভাগে সেই পেনাল্টি মিস করেন পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভান্ডভস্কি। 

তবে নাটকের দ্বিতীয় ভাগ যে তখনও বাকি। লেভান্ডভস্কি স্পট কিক নেওয়ার আগেই গোলরক্ষক লাইন থেকে বেরিয়ে এসেছিলেন সেলতা ভিগো গোলরক্ষক ভিসেন্তে গুইতা। এতে পুনরায় স্পট কিকের সিদ্ধান্ত ম্যাচ রেফারির। সেখানে এবার আর কোনো ভুল করেননি সাবেক বায়ার্ন মিউনিখ তারকা লেভান্ডভস্কি। এতে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে শাভি এর্নান্দেসের দল। 

শনিবার রাতে সেলতা ভিগোর মাঠে ৪৫তম মিনিটে এই লেভান্ডভস্কির গোলেই এগিয়ে গিয়েছিল বার্সা। তবে সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা। দ্বিতীয়ার্ধে শুরুতে ৪৭তম মিনিটে ইয়াগো আসপাসের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। এরপর বদলি হিসেবে নামা রাফিনিয়া একাধিক চেষ্টা চালালেও পাননি জালের দেখা, বার্সার মেলেনি জয়ের আশা। তবে শেষ দিকের সেই নাটকে সেলতা ভিগোর মাঠে তাদের স্তব্ধ করে জয় পায় বার্সেলোনা। 

এই জয়ের পরেও অবশ্য পয়েন্ট টেবিলে উন্নতি মেলেনি বার্সার। আছে এই তিনেই। ২৫ ম্যাচে বর্তমানে ৫৪ পয়েন্ট দলটির। এদিকে এক ম্যাচ কম খেলে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। তাদের সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে জিরোনা। 

সম্পর্কিত খবর