মুস্তাফিজকে নিয়ে সুখবর দিলেন লিটন 

মুস্তাফিজকে নিয়ে সুখবর দিলেন লিটন 

 

অনুশীলনে গতকাল মাথায় আঘাতের পর মুসাফিজের তৎকালের অবস্থা নিয়ে রীতিমত চিন্তিত ছিলেন সবাই। তবে চট্টগ্রাম ইমপেরিয়াল হাসপাতালে ভর্তির পর মুস্তাফিজের সিটি স্ক্যান রিপোর্ট নিয়ে বার্তায় কিছুটা স্বস্তির খবর দিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফিজিও এস এম জাহিদুল ইসলাম সজল। এবার ম্যাচের দিনে সুখবর দিলেন দলের অধিনায়ক লিটন দাস। জানালেন সুস্থ আছেন মুস্তাফিজ। 

আসরে নিজেদের দশম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টসে হেরে আগে বোলিং করছে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২২ রান তুলেছে সিলেট। সেখানে এর আগে টসের সময় অফিশিয়াল ধারাভাষ্যে আতহার আলি খান মুস্তাফিজের সবশেষ অবস্থা জানতে চাইলে লিটন বলেন, ‘সে (মুস্তাফিজ) ভালো আছে। এখনো হাসপাতালেই আছে। তবে আশা করছি রাতে হোটেলে দলের সঙ্গে যুক্ত হবে।’  

এর আগে বিরতির দিনে গতকাল (রোববার) নেতে ব্যাটিংটা ঝালিয়ে নিচ্ছিলেন কুমিল্লার ব্যাটাররা। সেখানে বোলিংয়ের সময় অপরপ্রান্তের ব্যাটারের নেওয়া এক শট সজোরে আঘাত হানে মুস্তাফিজের মাথায়। এতে মুস্তাফিজকে স্বাভাবিক দেখালেও আঘাতপ্রাপ্ত স্থান থেকে অঝরে রক্ত পড়তে দেখা যায়। পরে কুমিল্লা টিম ম্যানেজমেন্ট বিষয়টি দ্রুতই আমলে নেয় এবং চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয় মুস্তাফিজকে। 

সম্পর্কিত খবর