পদক জেতা হলো না ইমরানুরের
এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের গত আসরের সোনা জয়ী ইমরানুর রহমান। ফের আরেকটি সোনা জয়ের লক্ষ্যে সোমবার দৌড় শুরু করেছিলেন একই প্রতিযোগিতার ৬০ মিটার স্প্রিন্টে। মূলত তার লড়াইটা ছিল পদক ধরে রাখার। তবে এবার আর সেটি পারলেন না ইমরানুর।
কাজাখস্তানে বাংলাদেশকে গর্বিত করা এই স্প্রিন্টার সোনা দূরে থাক কোনো পদকই জিততে পারলেন না ইরানের তেহরানে হওয়া এই আসরে। প্রতিযোগিতায় সাতজনের মধ্যে হয়েছেন চতুর্থ। আর তাতে তার মতোই স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশি ক্রীড়াপ্রেমীদের।
ইমরানুরের ব্যর্থতার দিনে সোনা জয়ের কীর্তি গড়েছেন ওমানের স্প্রিন্টার আলি আনোয়ার আর বালুশি। চার নম্বর লেনে দৌড় শুরু করে ৬.৫২ সেকেন্ডে তা শেষ করেন এই স্প্রিন্টার। যা তাকে সোনা পদক এনে দিয়েছে। তার দিনে জাপানের সুহেই তাদা জিতেছেন রৌপ্যপদক। ৬.৫৬ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন প্রতিযোগিতার দ্বিতীয়। উত্তর কোরিয়ার জো কুম রিয়ং জিতেছেন ব্রোঞ্জ পদক। এই স্প্রিন্টার সময় নিয়েছেন ৬.৬৬ সেকেন্ড।
তালিকার চতুর্থ হওয়া ইমরানুর সময় লাগিয়েছেন ৬.৬৭ সেকেন্ড। যেখানে চলতি বছর সেমিফাইনালে সময় ইমরানুর সময় লাগিয়েছেন ৬.৬০ সেকেন্ড। আর তাই তাকে নিয়ে স্বপ্ন দেখেছিল তার ভক্তরা। ধরা হচ্ছিল টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে সোনা জয়ের আনন্দে ভাসাবেন এই দেশসেরা অ্যাথলেট। তবে শেষ পর্যন্ত হয়নি সেটি। আগের বারের ৬.৬৫ সেকেন্ড সময়ও এদিন ছাড়িয়ে যেতে পারেননি ইমরানুর।
ইমরানুর হতাশ করলেও অবশ্য একেবারে শূন্য হাতে ফিরছে না বাংলাদেশকে। ৪০০ মিটার স্প্রিন্টে একদিন আগেই রৌপ্যপদক জিতেছেন বাংলাদেশের আরেক স্প্রিন্টার জহির রায়হান।