গোল মিস করায় শীর্ষে হাল্যান্ড
ঘরের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার ম্যাচে গত রবিবার রাতে চেলসির বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। একের পর এক আক্রমণ করে সফরকারীদের ব্যস্ত রেখেছিল পেপ গার্দিওলার শিষ্যরা। তবুও শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট তুলে নিতে ব্যর্থ হয় তারা, ১-১ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দু’দল।
ইতিহাদে হোঁচট খাওয়ার এই ম্যাচে গোলের উদ্দ্যেশ্যে মোট ৩১টি শট চালিয়েছিল স্বাগতিকরা। যার মধ্যে একাই ৯টি শট নিয়েছেন আরলিং হাল্যান্ড, তবে লক্ষ্যভেদ করতে পারেননি একবারও।
গত মৌসুমে হাল্যান্ড যেন ছিলেন এক আতংকের নাম। তিনি গোলের উদ্দেশ্যে শট চালিয়েছেন এবং বল জালে প্রবেশ করেনি এরকম নজির খুব কমই আছে। প্রায় প্রতি ম্যাচেই তিনি গোলের দেখা পেয়েছিলেন। তবে চলতি মৌসুমে খুব একটা সুবিধা করতে পারছেন না তিনি। প্রচুর সহজ সুযোগও হাতছাড়া হয়েছে এই স্ট্রাইকারের।
ইংলিশ প্রিমিয়ার লিগের প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, চলতি মৌসুমে হাল্যান্ড ২১টি গোলের সহজ সুযোগ হাতছাড়া করেছেন, যা কিনা প্রিমিয়ার লিগে যৌথভাবে সর্বোচ্চ। তার মতো ২১টি সুযোগ হাতছাড়া করে এই তালিকায় যৌথভাবে আছেন লিভারপুল স্ট্রাইকার ডারউইন নুনেজ।
তবে এই বিব্রতকর তালিকার শীর্ষে থাকার পাশাপাশি সিটির এই স্ট্রাইকার গোলসংখ্যার দিক দিয়েও সবার উপরেই আছেন। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন হাল্যান্ড। এবারও এখন পর্যন্ত মাঠে নামা ১৯ ম্যাচে তার গোলসংখা ১৬। গোলের এই ধারা অব্যাহত রেখে এবারও কীর্তিটি নিজের নামেই ধরে রাখতে পারবেন এমনটাই আশা করেন নরওয়েজীয় এই তারকা।