মৌসুম শেষেই বিদায় টুখেলের
জার্মান বুন্দেসলিগায় ২০১০-১১ এবং ২০১১-১২ মৌসুমে টানা দুই শিরোপা জিতেছিল বুরুশিয়া ডর্টমুন্ড। এরপর থেকেই জার্মান সাম্রাজ্যে যেন বায়ার্ন মিউনিখের একচেটিয়া আধিপত্য। সবশেষ আসর জিতে টানা ১১তম শিরোপা জেতে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি। রেকর্ড ধরে আছে টুর্নামেন্টের সর্বোচ্চ ৩২টি শিরোপার। সেই বায়ার্নের ঝলক এবার যেন অনেকটাই ফিকে।
তবে সেই বায়ার্নকেই এবার 'চোখে সর্ষে ফুল' দেখাল বায়ার লেভারকুজেন। লিগের ২২ ম্যাচে এখন পর্যন্ত অপরাজিত থেকে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জাবি আলোন্সোর দল। সমান ম্যাচ খেলে বায়ার্ন পিছিয়ে আছে ৮ পয়েন্ট।
এতে ১১ মৌসুমের অপরাজিত রাজত্ব হারানোর শঙ্কা বেশ ভালোভাবেই তৈরি হয়েছে দলটিতে। এদিকে সবশেষ সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচেই হেরেছে জার্মান চ্যাম্পিয়নরা। মূলত পিছিয়ে পড়া নিয়ে রাজত্ব হারানোর শঙ্কা হয়েছে অনেকটা পাকাপোক্ত। সেখানেই শোনা যাচ্ছিল আরও একবার কোচ ছাঁটাইয়ের আভাস। শেষ পর্যন্ত হলোও তাই। চলতি মৌসুম শেষে বর্তমান কোচ থমাস টুখেলকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত জানিয়েছে বায়ার্ন। এক বিজ্ঞপ্তিতে গতকাল (বুধবার) এ বিষয়টি নিশ্চিত করে বুন্ডেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
সেই বিবৃতিতে বায়ার্ন জানায়, ‘এফসি বায়ার্ন মিউনিখ ও প্রধান কোচ টমাস টুখেল যৌথভাবে দাপ্তরিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। যেটি মূলত ২০২৫ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল। এখন সেটি ২০২৪ সালের ৩০ জুন শেষ হবে। ক্লাবের প্রধান নির্বাহী ইয়ান ক্রিস্টিয়ান ড্রেসেন ও টুখেলের বৈঠকের পর নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।’
গত বছরের মার্চে ইউলিয়ান নাগেলসমানকে বরখাস্ত করে বায়ার্ন দায়িত্ব দেয় টমাস টুখেলকে। সেখানএ ছন্দের পতন ঘটে খানিকটা। বেশ খানিকটা এগিয়ে থেকেও শেষ পর্যন্ত গোল ব্যবধানে বুরুশিয়া ডর্টমুন্ডকে ছাড়িয়ে টানা ১১তম বুন্ডেসলিগা শিরোপা জেতে বায়ার্ন। এদিকে এই মৌসুমের শুরু থেকে সেই পুরোনো জৌলুসে খুব কমই দেখা মিলেছে দলটির। এতে চুক্তি এক বছর কমিয়ে এনে টুখেলকে বিদায়ের সিদ্ধান্ত নিয়ে আরও পোক্ত হাতের সন্ধানে নামবে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।