মদকাণ্ডে শাস্তি পেলেন পাঁচ ফুটবলার

মদকাণ্ডে শাস্তি পেলেন পাঁচ ফুটবলার

মদকাণ্ডে আগেই পাঁচ ফুটবলারকে সাময়িক নিষিদ্ধ করেছিল বসুন্ধরা কিংস। সঙ্গে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ওই ফুটবলারদের চূড়ান্ত শাস্তি দেবে তারা। সেটিই করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাবটি। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ক্লাবের পাঁচ তারকা ফুটবলারকে আর্থিক জরিমানাসহ নিষেধাজ্ঞা দিয়েছে ক্লাবটি।

আর্থিক জরিমানাসহ নিষেধাজ্ঞার শিকার হওয়া ওই পাঁচ ফুটবলার হলেন শেখ মোরসালিন, রিমন হোসেন, তপু বর্মন, আনিসুর রহমান জিকু ও তৌহিদুল আলম সবুজ।

এর আগে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, গত ২০ সেপ্টেম্বর এএফসি কাপের ম্যাচ শেষে মালদ্বীপ থেকে ফেরার পথে হজরত শাহজালাল বিমানবন্দরের ৬৪ বোতল বিদেশি মদ নিয়ে ধরা পরেন তারা। পরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের সাময়িক নিষিদ্ধ করে বসুন্ধরা কিংস।

শাস্তি পাওয়া ফুটবলার ও শাস্তির পরিমাণ
১. শেখ মোরসালিন: ১ লক্ষ টাকা জরিমানা।
২. রিমন হোসেন: ৩ লক্ষ টাকা জরিমানা।
৩. তপু বর্মন: ৩১শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত নিষিদ্ধ এবং ১ লক্ষ টাকা জরিমানা।
৪. আনিসুর রহমান জিকো : ৩১ শে মার্চ ২০২৪ পর্যন্ত নিষিদ্ধ।
৫. তৌহিদুল আলম সবুজ - ২০২৩-২০২৪ মৌসুমের জন্য নিষিদ্ধ।

সম্পর্কিত খবর