রোনালদোর দুর্দান্ত এক রাত
চ্যাম্পিয়নস লিগের রাজা বলা হয় তাকে। রাজ্য ছাড়লেও রাজার তকমাটা আজও গায়ের সঙ্গে লেপটে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর। এই চ্যাম্পিয়নস লিগে করেছেন রেকর্ড ১৪০ গোল। শিরোপার স্বাদ নিয়েছেন মোট ৫ বার। সেই তিনি বুধবার রাতে আরও একবার নেমেছিলেন চ্যাম্পিয়নস লিগের মঞ্চে। তবে এবার মঞ্চটা আলাদা। উয়েফার বদলে যার আয়োজক এএফসি। তবে তাতে কি? নামের সঙ্গে চ্যাম্পিয়নস লিগ আছে তো?
যেই শব্দটাই রোনালদোর থেকে সেরেটা বের করে আনতে যথেষ্ট। হলোও তাই। এশিয়ান চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতে লেগে আল ফাইহার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে আল নাসার। প্রথম লিগ মিলেয়ে যেই ব্যবধানটা ৩-০। সেই ম্যাচেও গোল করেছিলেন রোনালদোর। গোল করলেন এদিনও। তার গোলেই নিশ্চিত হলো আল নাসরের জয়। সঙ্গে কোয়ার্টার ফাইনাল।
আওয়াল পার্কে ফিরতি লেগের ১৭ মিনিটে ম্যাচে লিড নেয় আল নাসর। দারুণ হেডে গোল করে আল নাসরকে এগিয়ে দেন পর্তুগিজ উইঙ্গার ওতাভিও। এরপর দীর্ঘ সময় গোল না হলেও শেষ দিকে ঠিকই গোল আদায় করেন রোনালদো। ম্যাচের ৮৬ মিনিটে ফাইহার গোলকিপার ভ্লাদিমির স্টোকোভিচ বল ঠিকভাবে ‘ক্লিয়ার’ করতে না পারলেও পেরেছেন রোনালদো। দায়িত্ব নিয়ে বল জালে জড়িয়েছেন হেসেখেলে।
আর তাতেই আল নাসরের হয়ে দুর্দান্ত একটা রাত কেটেছে রোনালদোর। সব মিলিয়ে সর্বশেষ ৯ ম্যাচে সিআর সেভেনের গোল সংখ্যা ১০টি। যা ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ভক্তদের সঙ্গে উদযাপন করতে ভুলেননি পর্তুগিজ সুপার স্টার। লিখেছেন, ‘কী দুর্দান্ত একটা রাত! আমরা পরবর্তী ধাপে উঠেছি। আমাদের সমর্থন দেওয়ায় সমর্থকদের ধন্যবাদ।’