ধর্ষণের দায়ে সাড়ে চার বছরের জেল আলভেজের
স্প্যানিশ এক তরুণীর করা ধর্ষণ মামলায় গত ২০২৩ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হন দানি আলভেজ। এরপর থেকেই জেল হাজতে সময় কাটাতে হচ্ছে ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারকে। মাঝের সময়টাতে একাধিকবার জামিনের জন্য আবেদন করেও ছাড়া পাননি আলভেজ। উল্টো বৃহস্পতিবার তার বিরুদ্ধে সাড়ে চার বছর কারাবাসের রায় দিয়েছে স্প্যানিশ আদালত।
আদালত রায়ে বলা হয়েছে, ‘ভুক্তভোগী সম্মতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাদীর করা ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’
যার শাস্তি স্বরূপ সাড়ে চার বছরের জেল ও এক লাখ ইউরো জরিমানা করা হয়েছে ব্রাজিলের জার্সিতে তিনটি বিশ্বকাপ খেলা আলভেজকে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১ কোটি ৭৮ লাখ টাকারও বেশি। আর এই টাকা ভুক্তভোগীকে দিতে হবে আলভেজকে।
এর আগে, গত ২০২২ সালের ডিসেম্বরে সাবেক ক্লাব বার্সেলোনা শহরে ঘুরতে যান আলভেজ। পরে সেখানকার এক নৈশক্লাবে গিয়ে এক তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন। যার জেরে এই তরুণী আদালতে মামলা করলে জেলে যেতে হয় আলভেজকে। পরে ওই তরুণীর অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত প্রমাণিত করতে আদালতে লড়াই করেও শেষ পর্যন্ত পেরে উঠেননি আলভেজ। শেষ পর্যন্ত আদালতের রায় ভুক্তভোগীর পক্ষে যায়। ধর্ষণের সত্যতা নিশ্চিত হয় আদালত।