অবসর ভেঙে জাতীয় দলে ফিরছেন জার্মানির ক্রুস

অবসর ভেঙে জাতীয় দলে ফিরছেন জার্মানির ক্রুস

২০২১ সালে ইউরো ব্যর্থতার পর জার্মানিকে বিদায় বলেছিলেন টনি ক্রুস। নিজের ধ্যান-জ্ঞান করেছিলেন ক্লাব ফুটবলকে। তবে ৩৪ বছর বয়সী ক্রুস ক্লাবের হয়ে এখনো মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। বিশ্বের সেরা মিডফিল্ডারদের তালিকা করলে এখনো প্রথম সারিতেই থাকে ক্রুসের নাম। এমতাবস্থায় ক্রুসকে আবারও জাতীয় দলে ডেকেছেন জার্মান কোচ ইউলিয়ান নাগেলসমান। সে ডাকে সাড়া দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরার ঘোষণা দিয়েছেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার।

জাতীয় দলে ফেরার ঘোষণা দিয়ে পাখির চোখ করেছেন সেই ইউরোকেই। এই বছর জার্মানিতেই বসবে ইউরোর মহাযজ্ঞ। সেখানে দেশের পতাকাকে সমুন্নত করতে আবার জার্মানির জার্সি গায়ে চড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ফুটবলে প্রত্যাবর্তনের ঘোষণা দিয়ে এক ইনস্টাগ্রাম পোস্টে ক্রুস লিখেছেন, ‘মার্চে আমি আবার জার্মানির হয়ে খেলব।’

কেন এই সিদ্ধান্ত? পোস্টে প্রশ্নটা নিজেকে করে নিজেই এর উত্তর দিয়েছেন, ‘কারণ আমাকে জাতীয় দলের কোচ জাতীয় দলে ফিরতে অনুরোধ করেছেন। আমিও খেলতে মুখিয়ে আছি।’

আসন্ন ইউরোতে জার্মানি ভালো কিছু করতে পারবে বলে বিশ্বাস ২০১৪ বিশ্বকাপজয়ী এই ফুটবলার, ‘আমি নিশ্চিত জার্মানির এই দলটা দিয়ে ইউরোতে দারুণ কিছু করে দেখানো সম্ভব, যেটা হয়ত এখন অনেকের কাছে অবিশ্বাস্য।’

২০১০ সালে আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল ক্রুসের। জাতীয় দলের জার্সিতে ১৭টি গোলও রয়েছে তার।

সম্পর্কিত খবর