ভেন্যু-প্রতিপক্ষ দুটোই বদলে গেল আর্জেন্টিনার

ভেন্যু-প্রতিপক্ষ দুটোই বদলে গেল আর্জেন্টিনার

আর্জেন্টিনা আসছে মাসের আন্তর্জাতিক উইন্ডোয় প্রীতি ম্যাচ খেলতে এশিয়ার মাটিতে পা রাখার কথা। তবে আয়োজক চীন শেষ মুহূর্তে এসে ম্যাচ দুটো আয়োজনে অস্বীকৃতি জানিয়েছে। যে কারণে দুই ম্যাচের ভেন্যু বদলে গেছে লিওনেল মেসিদের। 

শুধু ভেন্যু নয়। প্রতিপক্ষও বদলে গেছে। আগের সূচি অনুসারে আইভরি কোস্ট ও নাইজেরিয়ার বিপক্ষে দুটো ম্যাচ খেলার কথা মেসিদের। নতুন সূচি অনুসারে, আফ্রিকান চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে পাচ্ছে না দলটি, প্রতিপক্ষ হিসেবে আসছে এল সালভাদর।

ভেন্যু বদলে যাওয়ায় আর্জেন্টিনা খেলবে মেসির বর্তমান আবাস যুক্তরাষ্ট্রে। এখানেই হবে আগামী কোপা আমেরিকা আর বিশ্বকাপ। দুই আসরের আগে সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগটাও তাই ভালোই পাচ্ছে আলবিসেলেস্তেরা।

মেসির ক্লাব মিয়ামিতে অবশ্য কোনো ম্যাচ যাচ্ছে না। এল সালভাদরের বিপক্ষে ম্যাচটা হবে ফিলাডেলফিয়ায়। লস অ্যাঞ্জেলেসে আর্জেন্টিনার প্রতিপক্ষ নাইজেরিয়া।

গত রাতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে জানিয়েছে বিষয়টি। আগামী ২২ মার্চ এল সালভাদরের বিপক্ষে আর্জেন্টিনা খেলবে ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ২৬ মার্চ লস অ্যাঞ্জেলেসের মেমোরিয়াল কলিসিয়ামে খেলবেন মেসিরা।

সম্পর্কিত খবর