বায়ার্নের অপরাজিত যাত্রার রেকর্ড এখন লেভারকুসেনের
২০১৯ ও ২০২০ সালে দুই মৌসুম মিলিয়ে সব প্রতিযোগিতায় ৩২ ম্যাচে অপরাজিত ছিল বায়ার্ন মিউনিখ। এতদিন এটিই ছিল কোনো জার্মান দলের সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। তবে চলতি মৌসুমে এসে সেই রাজত্ব হারাল থমাস টুখেলের দল।
বুন্ডেসলিগায় আগের ম্যাচে হাইডেনহাইমকে ২–১ গোলে হারিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্ন মিউনিখের ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়েছিল বায়ার লেভারকুসেন। লিগের পরের ম্যাচেই তা ছাড়িয়ে রেকর্ড এখন জাবি আলোনসোর দলের। লিগে গতকাল রাতের ম্যাচে মাইঞ্জকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড নিজেদের করে ৩৩ ম্যাচে অপরাজিত যাত্রা চলমান রাখল লেভারকুসেন।
জার্মান বুন্দেসলিগায় ২০১০-১১ এবং ২০১১-১২ মৌসুমে টানা দুই শিরোপা জিতেছিল বুরুশিয়া ডর্টমুন্ড। এরপর থেকেই জার্মান সাম্রাজ্যে বায়ার্নের মিউনিখের একচেটিয়া আধিপত্য। সবশেষ আসর জিতে টানা ১১তম শিরোপা জেতে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি। রেকর্ড ধরে আছে টুর্নামেন্টের সর্বোচ্চ ৩২টি শিরোপার।
তবে সেই বায়ার্নকেই এবার 'চোখে সর্ষে ফুল' দেখাল লেভারকুসেন। মৌসুমের এই অবস্থায় ২৩ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আলোনসোর দল। এদিকে এক ম্যাচ কম খেলা বায়ার্নের পয়েন্ট ৫০, এমনকি লিগের সবশেষ দুই ম্যাচেই হেরেছে থমাস টুখেলের দল।
এমন রেকর্ডে নিজেদের পোঁছানোর জন্য খুব একটা চিন্তিত ছিলেন না আলোনসো। খেলেছেন নিজেদের সাধারণ পরিকল্পনা মাফিকই। রেকর্ড ছোঁয়া এই জয়ের নিয়ে ম্যাচ শেষে আলোনসো বলেন, ‘রেকর্ড গড়ার আগে তা নিয়ে আমি ভাবি না। কিন্তু যখন তা হয়ে, তখন খুব আনন্দিত হই। এই রেকর্ড নিজেদের করে নেওয়া দারুণ ব্যাপার। আপনি এর জন্য কোনো পদক না পেলেও এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া দারুণ! আমরা এখানেই থামতে চাই না।’