স্কটিশদের হারিয়ে স্পেনের প্রতিশোধ
ইউরো বাছাইয়ের প্রথম দেখায় স্কটল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল স্পেন। দ্বিতীয় দেখায় নিজেদের মাঠে ঠিকই সেই হারের শোধ তুলেছে স্পেন। নিজেদের ডেরায় প্রতিপক্ষকে হারিয়েছে সেই ২-০ গোলে। এ জয়ে ৫ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ এ- এর দুই নম্বরে অবস্থান করছে ২০১০ বিশ্বকাপ জয়ীরা।
নিজেদের মাঠে হওয়া এই ম্যাচটিতে এদিন শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণে গিয়েছে স্পেন। তবে স্কটিশদের রক্ষণের ফাঁক গলাতে পারেনি দলটি। ফলে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য ড্র’য়ে।
দ্বিতীয়ার্ধে অবশ্য স্পেনের আক্রমণ সামলে পাল্টা আক্রমণে গিয়ে গোলও পেয়ে গিয়েছিল স্কটিশরা। ম্যাচের ৬০ মিনিটে স্কট ম্যাকটোমিনের গোলটিতে অবশ্য শেষ পর্যন্ত বাধ সাধে ভিএআর। যা নিয়ে ম্যাচ শেষেও প্রশ্ন তুলেছেন স্কটিশ কোচ স্টিভ ক্লার্ক।
ওই গোল থেকে বাঁচার পর অবশ্য ঘুরে দাঁড়ায় স্পেন। আক্রমণে গতি আরও বাড়ায়। ম্যাচের ৭৩ মিনিটে আলবারো মোরাতার গোলে ম্যাচে লিডও পেয়ে যায় তারা। এরপর ম্যাচ শেষ হওয়ার আগে সেই ব্যবধান দ্বিগুণ করেন সানসেট। তার গোলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।
আগামী ১৬ অক্টোবর নরওয়ের বিপক্ষে মাঠে নামবে স্পেন। অন্যদিকে আগামী ১৮ অক্টোবর ফ্রান্সের বিপক্ষে লড়বে স্কটিশরা।