গেতাফের জালে বার্সার হালি

গেতাফের জালে বার্সার হালি

টানা ব্যর্থতায় সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছি না জাভি হার্নান্দেজের দলের। চলতি মৌসুমের লিগ শিরোপা হাত থেকে ফসকে গেছে আরও আগেই। তবে আবারও নিজেদের চেনা পরিচিত রূপে যেন ফিরে আসছে বার্সেলোনা। এবার ঘরের মাঠে গেতাফেকে ৪-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করল কাতালানরা।

এদিন ২০তম মিনিটে উদ্বোধনী গোলটি করেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রাফিনহা। এরপর আরও বেশ কয়েকটি আক্রমণ করলেও প্রথমার্ধে ব্যবধান বাড়াতে পারেনি বার্সা।

দ্বিতীয়ার্ধে যেন নতুন উদ্যমে মাঠে নামে স্বাগতিকরা। ৫৩তম মিনিটে ক্রিস্টেনসেনের বাড়ানো বলকে জালে প্রবেশ করান পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স। ৬১তম মিনিটে ব্যবধান আরও বাড়ান ফ্রেংকি ডি ইয়ং, এই গোলেও অবদান ছিল রাফিনহার। শেষ বাঁশি বাজার আগ মুহুর্তে বার্সার হয়ে হালি সম্পন্ন করেন বদলি হিসেবে নামা ফার্মিন।

এই জয়ের পর আবারও জিরোনাকে টপকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান দখল করেছে বার্সেলোনা, ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬২।

সম্পর্কিত খবর