বার্সা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ‘আক্ষেপ’ নেই জাভির
মৌসুম শেষেই ক্লাব ছাড়ার সিদ্ধান্তের পর যেন চাপ ছাপিয়ে কাজে বাড়তি আনন্দ পাচ্ছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। তার সিদ্ধান্তের পর পাঁচ ম্যাচ খেলে কাতালান দলটি। সেখানে চারটি জয় এবং এক ড্রয়ে সম্ভাব্য ১৫ পয়েন্টের মধ্যেই ১৩ পয়েন্ট যোগ হয়েছে বার্সার ঝুলিতে। এর মধ্যে লা লিগায় নিজেদের সবশেষ ম্যাচে গতকাল গেতাফেকে উড়িয়েছে ৪-০ গোলে। এতে জিরোনাকে সরিয়ে তালিকার দুইয়ে উঠে এসেছে জাভি হার্নান্দেজের দল।
এতে দিনে দিনে জাভির প্রতি ভক্তদের ভালোবাসাও যেন বেড়ে চলেছে। গতকাল (শনিবার) ঘরের মাঠে গেতাফের বিপক্ষে ম্যাচেও গ্যালারিতে ফোটে জাভির নামের ফোয়ারা। অনেকেই ভাবছেন হয়তো সিদ্ধান্ত বদলে শেষ পর্যন্ত থেকেই যাবেন তিনি। তবে ম্যাচ শেষে বিষয়টি আরও একবার পরিষ্কার করলেন সাবেক বার্সা ও স্পেনের এই তারকা ফুটবলার। জানালেন নিজের সিদ্ধান্তে তিনি অটল, এবং এ নিয়ে কোনো আক্ষেপও নেই তার।
গ্যালারিতে ওঠা জাভির নামের রবের সূত্র পৌঁছায় ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেও। সেখানে ক্লাব ছাড়ার সিদ্ধান্তে আক্ষেপ হচ্ছে কি না এমন প্রশ্নের উত্তরে জাভি বলেন, ‘না (আক্ষেপ নেই), বরং উল্টোটা। আমার মতে, শতভাগ সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমার ঘোষণার পর দল ঘুরে দাঁড়িয়েছে। ছেলেরা নিজেদেরে এক ধাপ ওপরে নিয়ে গেছে। গেতাফের বিপক্ষে ও আগের কয়েক ম্যাচেও তা ফুটিয়ে তুলেছে।’
তবে সমর্থকদের এমন ভালোবাসার জবাব হিসেবে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাভি। তবে তার নেওয়া সিদ্ধান্ত ক্লাব এবং নিজের জন্য সঠিক বলেও জানান বার্সার সাবেক এই ফুটবলার।