ভেনেজুয়েলায় আটকাল ব্রাজিল

ভেনেজুয়েলায় আটকাল ব্রাজিল

ম্যাচ তখন শেষের পথে। ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে ব্রাজিল। দলের জয় নিশ্চিত ভেবে ভিড় এড়াতে অনেকেই সিট ছাড়তে শুরু করেছেন। হঠাৎই গ্যালারিতে চিৎকার। স্কোর-বোর্ডে তাকিয়ে দেখলেন ফল ১-১। দর্শকের মতো হতভম্ব ব্রাজিলের রক্ষণও। ৮৫ মিনিটে জেফারসন স্যাভারিনোর ক্রস, যেই দুর্দান্ত ওভারহেডে জালে জড়িয়েছেন এডুয়ার্ড বেল্লো। তা তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না গোলকিপার এডারসনের। ওখানেই জয়টা ফসকে যায় ব্রাজিলের।

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নিজেদের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ল্যাতিন জায়ান্ট ব্রাজিলের।

৮৫ মিনিটে ভেনেজুয়েলান ফরোয়ার্ড বেল্লোর হার এড়ানো অসাধারণ ওই গোলের আগে ম্যাচের সিংহভাগ বল নিজেদের দখলে রেখে আক্রমণের পসরা সাজিয়ে ছিল ব্রাজিল। যদিও সেই অর্থে গোলের যোগান দিতে পারেনি রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের আক্রমণভাগ। ফলে প্রথমার্ধ থাকতে হয়েছে গোলহীন।

ম্যাচের দ্বিতীয়ার্ধে অবশ্য গোলখরা কাটায় ব্রাজিল। ৫০ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করে ব্রাজিল। কর্নার থেকে করা নেইমারের ক্রসে গতিসম্পন্ন এক হেডে ভেনেজুয়েলার জালে বল প্রবেশ করান আর্সেনালের সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মাগালহাইস।

তারকায় পরিপূর্ণ ফরোয়ার্ড লাইন নিয়েই নিজেদের মাঠের এই ম্যাচে নামে টিম ব্রাজিল। শুরু থেকে বেশ আক্রমণাত্মক ভাবেই খেলতে থাকে নেইমার, ভিনিসিয়াস ও রিচার্লিসনরা। শুধু আধিপত্যই দেখালেন, কিন্তু কাঙ্ক্ষিত ফিনিশিং টা হচ্ছিলো না পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেন নেইমার ও তার দল। কিন্তু ভেনেজুয়েলার ডিফেন্স লাইন এবং কিপারের বদৌলতে শুধু হতাশাই হজম করতে হচ্ছিলো ব্রাজিলিয়ানদের। তারপরও একের পর এক আক্রমণ চালিয়ে যায় তাঁরা। অবশেষে ৫০তম মিনিটে পেয়ে যায় প্রথম গোল।

সবাই যখন ধরেই নিয়েছিলো ১ গোলের ব্যবধান এবং পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ছে ব্রাজিল, তখনই বেল্লো তাঁর চোখ ধাঁধানো ওভারহেড কিকে ভেনেজুয়েলাকে সমতায় ফেরান। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

তিন ম্যাচে দুই জয় এবং এক ড্র, ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। অপরদিকে একটি করে জয়, হার এবং ড্র করে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে ভেনেজুয়েলা। এছাড়া সব ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

সম্পর্কিত খবর