মদ্রিচ নৈপুণ্যে শীর্ষস্থান আরও মজুবত রিয়ালের 

মদ্রিচ নৈপুণ্যে শীর্ষস্থান আরও মজুবত রিয়ালের 

 

রাজার রাজ্যেই থাকল রাজত্ব। শিরোপা পুনরুদ্ধারের এই মৌসুমে যেন পুরো আদা-জল খেয়ে নেমেছে রিয়াল মাদ্রিদ। অপরাজিত যাত্রা বজায় রেখে লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে সবশেষ কয়েক ম্যাচ থেকেই। এবার তা হলো আরও মজবুত। লা লিগার ম্যাচে সেভিয়ার বিপক্ষে শুরুর থেকেই একের পর এক সফল আক্রমণ চালালেও মিলছিল না জালের সফলতা। সেখানে ম্যাচের শেষ দিকে এসে লুকা মদ্রিচের একমাত্র গোলে এক ম্যাচ পর ফের পুরো তিন পয়েন্ট কার্লো আনচেলত্তির দলের ঝুলিতে। 

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ১-০ ব্যবধানের এই জয়ে দুইয়ে থাকা বার্সার থেকে ৮ পয়েন্ট এগিয়ে রইল রিয়াল। 

ম্যাচের শুরু থেকেই চালানো আক্রমণে এটা পরিস্কার হয়ে গিয়েছিল যে, আধিপত্য হতে চলেছে রিয়ালের। তবে সেই আধিপত্য বাস্তবায়নে ভিনিসিউস-রদ্রিগোর সবচেয়ে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছিল সেভিয়া গোলরক্ষক। 

অবশ্য রিয়াল সেই বাঁধা পের হয়েছিল ম্যাচের দশম মিনিটেই। বাঁ দিক থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের বাড়িয়ে দেওয়া বল ধরে সোজা ডি-বক্সে ঢুকে পড়েন লুকাস ভাসকেস। এবং বল নিয়ন্ত্রণে এনে জালে পাঠিয়ে মাতেন গোল উল্লাসে। 

তবে আক্রমণের শুরুতে নাচোর করা এক ফাউলের আবেদন নিয়ে রেফারিকে ঘিরে ধরেন সেভিয়া ফুটবলাররা। সেখানে ম্যাচ ক্যামেরার চোখ বারবার সের্হিও রামোসের দিকে। ২০২১ সালে রিয়ালে দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ার শেষ করে প্রথমবারের মতো সান্তিয়াগো বের্নাবেউয়ে রামোস, বিপক্ষ দল সেভিয়ার জার্সিতে। বিষয়টি স্প্যানিশ এই তারকা জন্য মোটেও সহজ না হলেও দলীয় স্বার্থে আরও একবার দেখা মিলল রামোসের দৃঢ়তার। 

শেষ পর্যন্ত রেফারি ইশারার ভিএআরের দিকে এবং রিপ্লে দেখে ফাউলের সিদ্ধান্তে গোল বাতিল হয় রিয়ালের। সেখানে প্রথমার্ধের শেষ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো আক্রমণে আসতে পারেনি আনচেলত্তির দল। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচে এগিয়েই যাচ্ছিল স্বাগতিকরা। ৪৫+৩তম মিনিটে ফেদে ভালভার্দের জোরালো এক শটে হাতের ধাক্কায় বলের লক্ষ্য পাল্টান সেভিয়া গোলরক্ষক। 

একের পর এক আক্রমণ চালিয়ে ৮১তম মিনিটে এসে সফল হলো রিয়াল। আলগা এক বল নিয়ে দারুণ এক বাঁকানো শটে জালের ঠিকানা খুঁজে নেন মদ্রিচ। এবং শেষে এসে এই গোলেই নির্ধারণ হয় জয়। 

এই জয়ে ২৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষের জায়গা আরও মজবুত করলো রিয়াল। সমান ম্যাচে ৮ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে বার্সেলোনা। 

সম্পর্কিত খবর