ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের দাবি
কোনো ধরণের উদ্বোধনী অনুষ্ঠান ছাড়ায় মাঠে গড়িয়েছে ভারত বিশ্বকাপ। প্রতি দলই খেলে ফেলেছে দুটি করে ম্যাচ। তবে আসরের সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে কাল। আহমেদাবাদের এক লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটিতে হবে ভারত-পাকিস্তান ম্যাচ। দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা ম্যাচটির আগে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থাও করেছে বিসিসিআই। তবে ভারতের মাটিতে পাকিস্তান দলকে এতটা আতিথেয়তা দেওয়া ভালো লাগেনি অনেকের। ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের দাবি তাদের।
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট চেয়ে এরইমধ্যে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড শুরু হয়েছে। টেনে আনা হচ্ছে দুই দেশের রাজনৈতিক বৈরী সম্পর্ককেও। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে গত ১৩ সেপ্টেম্বর কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল এবং একজন মেজর ও ডেপুটি সুপারিন্টেনডেন্টসহ একটি রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের কমান্ডার নিহত হওয়া নিয়ে।
যা নিয়ে প্রশ্ন উঠেছে, পাকিস্তানের পক্ষ থেকে এমন সন্ত্রাসবাদ চলমান থাকার পরও কেন দেশটির ক্রিকেটারদের উষ্ণ অভ্যর্থনা দেওয়া হচ্ছে। যাদের কারণে ভারতের জীবন সম্পদের এতো ক্ষতি, সৈন্য ও নিরাপত্তা-হীনতা; তাদের সাথে কেন এত ভালো আচরণ করা হচ্ছে। এর মধ্যে অনেকে অবশ্য রাজনৈতিক সম্পর্ক ও ক্রিকেটকে এক করতে নারাজ।
একজন লিখেছেন, ‘বিসিসিআই এবং জয় শাহ পাকিস্তান দলের সম্মানে যা করেছে তা মোটেও সহ্য করা হবে না। সীমান্তে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের সৈন্যরা সাহসিকতার সাথে লড়াই করছে। বয়কট ভারত-পাকিস্তান ম্যাচ।’
অপর একজন লিখেছেন, ‘ক্রিকেট ম্যাচ আমাদের সৈন্যদের সামনে কিছুই নয়। শত্রুরা সর্বদা শত্রু। পাকিস্তানিরা এই ধরনের স্বাগতম পাওয়ার যোগ্য নয়। বয়কট ভারত-পাকিস্তান ম্যাচ।’
ভারত-পাকিস্তান ম্যাচের আগে আহমেদাবাদে একটি প্রাক-ম্যাচ অনুষ্ঠানে গান করার কথা রয়েছে বলিউড গায়ক অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন, এবং সুখবিন্দর সিংয়ের। সেই অনুষ্ঠানটিকেও বয়কটের দাবি তাদের। একজন লিখেছেন, ‘আরিজিতসিং, শঙ্কর এবং সুখবিন্দর মিউজিকের জন্য লজ্জা হয়। যে আপনারা অর্থের জন্য পাকিস্তানিদের জন্য গান গাইবেন। বয়কট ভারত-পাকিস্তান ম্যাচ।’