চারটি প্রীতি ম্যাচ খেলে কোপার প্রস্তুতি সারবে আর্জেন্টিনা

চারটি প্রীতি ম্যাচ খেলে কোপার প্রস্তুতি সারবে আর্জেন্টিনা

সবশেষ ফুটবলের দুটি মেজর শিরোপা কোপা আমেরিকা ও ফিফা বিশ্বকাপ ঘরে তুলেছে আর্জেন্টিনা। তাতে শিরোপা আক্ষেপ ঘুচেছে লিওনেল মেসির। সেই দলের সামনে এবার আরও একটি শিরোপার হাতছানি। চলতি বছর যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার জন্য মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। যেই আসর দিয়ে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানানোর পরিকল্পনা আছে মেসি ও দি মারিয়ার।

তাই ক্যারিয়ারের শেষ কোপা আমেরিকা আসরটি শিরোপা জয়ের আনন্দে রাঙাতে চান মেসি ও দি মারিয়া। আর্জেন্টিনা দলও সে লক্ষ্যেই জোর প্রস্তুতি চালাচ্ছে। টুর্নামেন্ট সামনে রেখে চারটি প্রস্তুতি ম্যাচ নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। যার প্রতিপক্ষ এরইমধ্যে চূড়ান্ত করে ফেলেছে লিওনেল স্কালোনির দল।

এরমধ্যে গত সপ্তাহেই এল সালভাদর ও নাইজেরিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের কথা নিশ্চিত করে আর্জেন্টিনা। আগামী মার্চে যুক্তরাষ্ট্রে হবে ম্যাচ দুটি। এবার আরও দুটি ম্যাচ খেলার কথা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তাতে বলা হয়েছে ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল। যা মাঠে গড়াবে আগামী জুনে কোপা শুরুর ঠিক আগে।

আগামী ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ডে ইকুয়েডরের বিপক্ষে এবং ১৪ জুন ল্যান্ডওভারের ফেডেক্স ফিল্ডে গুয়াতেমালার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর সেখান থেকে কোপা আমেরিকায় শিরোপা ধরে রাখার মিশনে নামবে আর্জেন্টিনা। আগামী ২১ জুন টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। যেখানে মেসিদের সম্ভাব্য প্রতিপক্ষ কানাডা কিংবা ত্রিনিনাদ অ্যান্ড টোবাগো।

সম্পর্কিত খবর