‘শর্ত মেনে’ জিতলে আফগানিস্তান সুপারফোরে!
‘বি’ গ্রুপ থেকে তিন দলের মধ্যে সুপার ফোরে খেলবে দুটি দল। দুই ম্যাচে এক জয় ও এক হার নিয়ে বাংলাদেশ তাদের সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে ৩ সেপ্টেম্বর। মূলত রানরেট সমৃদ্ধ থাকায় বাংলাদেশ সবার নিজেদের গ্রুপ থেকে সবার আগে সুপার ফোরে নাম লিখিয়েছে। এই গ্রুপ থেকে সুপার ফোরের দ্বিতীয় দল কে? আফগানিস্তান নাকি শ্রীলঙ্কা? তার উত্তর মিলবে ৫ সেপ্টেম্বর মঙ্গলবারের ম্যাচে।
সমীকরণটা ঠিক এমন।
শ্রীলঙ্কা জিতলে তারাই সুপার ফোরে হবে বাংলাদেশের সঙ্গী। সম্ভাবনা আফগানিস্তানের সামনেও আছে। তবে তাদের হিসেবটা বেশ জটিল। আফগানিস্তানকে শুধু জিতলেই হবে না, রানরেটও সমৃদ্ধ করতে হবে শ্রীলঙ্কার চেয়ে। তাই তাদের সামনে চ্যালেঞ্জটা বেশি কঠিন।
সেই হিসেবটা জানুন। সুপার ফোরে খেলতে হলে আফগানিস্তানের সামনে প্রথম শর্ত হলো শ্রীলঙ্কাকে তাদের হারাতেই হবে। শুধু তাই নয় নেট রানরেটেও শ্রীলঙ্কাকে ছাড়িয়ে যেতে হবে। সেটা করতে হলে লাহোরের এই ম্যাচে আফগানদের অন্তত ৬৮ রানের ব্যবধানে জিততে হবে। আর পরে ব্যাটিং করলে শ্রীলঙ্কার দেওয়া টার্গেট ৩৫ ওভারের মধ্যে টপকে যেতে হবে।
সহজ উদাহরণ দেই। ধরি আফগানিস্তান আগে ব্যাট করে তুলল ২৭৫ রান। তাহলে এই ম্যাচে আফগানিস্তানকে জিততে হবে ৬৮ রানে। অর্থাৎ শ্রীলঙ্কাকে থামিয়ে দিতে হবে ২০৭ রানের মধ্যে। আর যদি শ্রীলঙ্কা আগে ব্যাট করে কোনো স্কোর করে ২৭৫ রান করে তাহলে আফগানিস্তানকে সেই টার্গেট টপকাতে হবে ৩৫ বা তারচেয়ে কম ওভারে।
হিসেব পরিস্কার। এখন লাহোরের সহজ ব্যাটিং বান্ধব উইকেটে এই হিসেবটা মেলাতে কি পারবে আফগানিস্তান? বাংলাদেশের বিরুদ্ধে ৮৯ রানের বড় হারের পর আফগানিস্তানের রানরেট এখন মাইনাসের ঘরে। তাদের রান রেট -১.৭৮০। কোনো পয়েন্ট নেই। বাংলাদেশ দুই পয়েন্ট নিয়ে নেট রানরেট ০.৩৭৩। আর গ্রুপের শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। দুই পয়েন্ট সহ তাদের নেট রানরেট ০.৯৫১। এখন লাহোরে মঙ্গলবারের ম্যাচ শেষে শ্রীলঙ্কা বা আফগানিস্তানের রানরেট যাই হোক না কেন পয়েন্ট তালিকা এবং রানরেটের হিসেবের দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ কখনোই তৃতীয় স্থানে নামবে না। এই তৃতীয় স্থানে নামা দল হবে শ্রীলঙ্কা বা আফগানিস্তানের কোনো একদল।
তাই শ্রীলঙ্কা ও আফগানিস্তান যখন এই সমীকরণের চিন্তায় কাহিল তখন বাংলাদেশ সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানকে মোকাবেলার জন্য পরিকল্পনা কষছে। ৬ সেপ্টেম্বর হবে সেই ম্যাচ, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।