কোপার প্রস্তুতি ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো ও যুক্তরাষ্ট্র
চলতি বছরের ২০ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকার ৪৮তম আসর। দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সবশেষ ২০২১ আসরের ফাইনালে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৫তম শিরোপা জেতে আর্জেন্টিনা। সেই শিরোপা পুনরুদ্ধারের আসরে নামার আগে প্রস্তুতি সারতে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই ম্যাচ দুটি খেলবে ভিনিসিউস-রদ্রিগোরা।
মেক্সিকোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচের সূচি আগে থেকেই ঠিক করে রেখেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গত বছরের ডিসেম্বরে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছিল, আগামী ৮ জুন মেক্সিকোর বিপক্ষে খেলবে তারা। এবার দ্বিতীয় ম্যাচের সূচি জানাল আমেরিকান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা, ইউএস সকার। গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে তারা জানায়, আগামী ১২ জুন ব্রাজিলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। জানা গেছে ম্যাচটির ভেন্যুর নামও। ফ্লোরিডার অরলান্ডোতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
কোপার মূল আসরে ব্রাজিলের প্রথম ম্যাচ ২৪ জুন, হন্ডুরাস বা কোস্টারিকার বিপক্ষে।
কোপা প্রস্তুতির এই ম্যাচ দুটি ছাড়াও এর আগে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে দরিভাল জুনিয়রের দল। আগামী ২৩ ও ২৬ মায়চ দুটিতে ব্রাজিলের প্রতিপক্ষ যথাক্রমে ইংল্যান্ড ও স্পেন।