আর্জেন্টিনা ছেড়ে বিপিএলে ফিরছেন জামাল, গন্তব্য আবাহনী
গেল বছর জামাল ভূঁইয়াকে দলে ভিড়িয়েছিল আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়ো দে ভিয়েদমা। তবে সে দলবদলের এক বছরও হয়নি, বাংলাদেশ অধিনায়ক জামাল আবারও ফিরে আসছেন দেশের ঘরোয়া ফুটবলে। এবার তার গন্তব্য হচ্ছে ঢাকা আবাহনীতে।
গেল বছরের আগস্টে আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োর সঙ্গে চুক্তি করেছিলেন জামাল। ঘটা করে তাকে দলে ভিড়িয়েছিল ক্লাবটা। জানা গিয়েছিল তার সঙ্গে ক্লাবের চুক্তিটা ১৫ মাসের। সে হিসেবে আগামী নভেম্বর পর্যন্ত ক্লাবটির হয়ে খেলার কথা ছিল জামালের। তবে এবার জানা গেল তার আগেই তিনি ফিরছেন বাংলাদেশের ঘরোয়া ফুটবলে।
এমন গুঞ্জন শেষ অনেক দিন ধরেই ঘুরে বেড়াচ্ছিল দেশের ফুটবলাঙ্গনে। এবার পাওয়া গেল তার নিশ্চয়তা। গণমাধ্যমকে ক্লাবটির ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ জানিয়েছেন বিষয়টি। তিনি বলেছেন, ‘জামালের সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে। চলতি প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে জামাল আবাহনীতে খেলবে।’
তার এই চুক্তির ফলে তার সোল দে মায়োর সঙ্গে ১৫ মাসের চুক্তির কী হবে, সে বিষয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। যেমনটা হয়েছিল শেখ রাসেল থেকে সোল দে মায়োর সঙ্গে চুক্তি করার সময়। এবারও পরিস্থিতিটা তেমন পর্যায়ে গিয়ে পৌঁছুবে কি-না তা সময়ই বলে দেবে।
এ ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এই বিষয়ে এখনও জামালের পক্ষ থেকে কোনো বক্তব্য না আসায়। আগামী ২ মার্চ সৌদি আরবে ক্যাম্প করতে যাবে জাতীয় দল। তার আগেই ঢাকায় আসার কথা আছে জামালের। ধারণা করা হচ্ছে তখনই এ বিষয়ে একটা পরিষ্কার বার্তা দেবেন জামাল।