ফাইনালে টস ভাগ্য বরিশালের, ব্যাটিংয়ে পাঠাল কুমিল্লাকে
৪৬ দিন দীর্ঘ বিপিএলের শেষ দিন আজ। শিরোপার লড়াইয়ে মুখোমুখি ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালের মহাগুরুত্বপূর্ণ টসটা গেল বরিশাল অধিনায়ক তামিম ইকবালের পক্ষে। টস জিতে তিনি নিয়েছেন বোলিং করার সিদ্ধান্ত।
ঢাকায় শেষ পর্ব শুরুর পর থেকে আগে বোলিং করা দলই জিতেছে। আরেকটু স্পষ্ট করে বললে, জিতেছে টস জেতা দলই। সে কারণে ফাইনালের আগে টসটাকে গুরুত্ব দিয়েই দেখা হচ্ছিল। যদিও কুমিল্লা কোচ মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টাকে একটু এড়িয়েই যেতে চাইছিলেন। তবে সেই টসে শেষমেশ জিতল বরিশালই।
উইকেটের পরিস্থিতি নিয়ে সালাউদ্দিন বলেছিলেন, উইকেট দুই ইনিংসেই একই রকম আচরণ করে থাকে। উইকেট বিশ্লেষণ করে বিশ্লেষক মোহাম্মদ আশরাফুল বললেন, এই উইকেট ১৮০ রান করার মতো। কুমিল্লা শুরুতে ব্যাট করে তা করে ফেলতে পারলে বরিশালের জন্য কঠিনই হবে রান তাড়া করাটা।
বরিশাল এই ম্যাচে এসেছে টানা তিন ম্যাচ জিতে। এই ম্যাচেও তাদের উইনিং কম্বিনেশন ভাঙেনি প্রথম শিরোপার খোঁজে থাকা দলটা। রংপুরের বিপক্ষে কোয়ালিফায়ারে যে দল নিয়ে নেমেছিল মাঠে, তাদের ওপরই ভরসা রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে।
ওদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরে আছে একটি পরিবর্তন। মুস্তাফিজুর রহমান ঢুকেছেন দলে, স্পোর্টস বাংলার পূর্বাভাসকে সত্যি প্রমাণ করে বাদ পড়েছেন মুশফিক হাসান।
ফরচুন বরিশাল একাদশ–
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), কাইল মায়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও জেমস ফুলার।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ–
লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জনসন চালর্স, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী (উইকেটকিপার), মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, রোহানাত দৌলা বর্ষণ, মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।