বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসের সেমিফাইনালে ইমরানুর
তেহরানে একরাশ হতাশাই উপহার দিয়েছিলেন ইমরানুর রহমান। গেল বছরে সোনা জিতেছিলেন যে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে, সে আসরে, সে একই বিভাগে তিনি দৌড় শেষ করেছিলেন চতুর্থ হয়ে।
সে হতাশাটা পেছনে ফেলার মিশন নিয়ে আজ তিনি নেমেছিলেন বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে। তা কিছুটা হলেও পেরেছেন তিনি, বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসের সেমিফাইনাল নিশ্চিত করেছেন তিনি।
স্কটল্যান্ডের গ্লাসগোতে আজ বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসের ৬০ মিটার স্প্রিন্টে নেমেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব। ৭ নম্বর হিট থেকে প্রতিদ্বন্দ্বিতা করা ইমরানুর নিজের হিটে তৃতীয় হয়ে নিশ্চিত করেছেন সেমিফাইনালে খেলা। ৬০ মিটার স্প্রিন্ট শেষ করতে তিনি সময় নিয়েছেন ৬.৬৪ সেকেন্ড। সব মিলিয়ে ৪৮ জন প্রতিযোগীর মধ্যে তিনি হয়েছেন ১৭তম।
সেমিফাইনাল নিশ্চিত করে বিশ্রামের সুযোগ অবশ্য তার সামনে নেই। আজ রাতেই সেমিফাইনাল। বাংলাদেশ সময় রাত ১টা ৫৩ মিনিটে লড়বেন তিনি ফাইনালে ওঠার লড়াইয়ে। সেটা টপকে যেতে পারলে তিনি আজ ভোররাতে খেলবেন ফাইনালে।