ফাইনালে ওঠা হলো না ইমরানুরের
মৌসুমটা ভালো কাটছে না বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের। হিটে যেমন টাইমিংই নিচ্ছেন, মূল প্রতিযোগিতায় কেন যেন সময় নিচ্ছেন তাত চেয়েও বেশি!
তেহরানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে এমন হয়েছিল, এবার স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসেও হলো তার পুনরাবৃত্তি। হিটের চেয়ে বেশি সময় নিয়ে তিনি বাদ পড়লেন প্রতিযোগিতার সেমিফাইনাল থেকে। তাতে আরও একবার ফাইনালের স্বপ্ন অধরাই রয়ে গেল তার।
২০২২ বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসেও সেমিফাইনালে খেলেছিলেন তিনি। গত রাতে তার সামনে ছিল সে কীর্তিটা ছাড়িয়ে যাওয়ার সুযোগ। তিনি তা পারেননি। এক অর্থে পেরেছেন অবশ্য। ২০২২ এর আসরে তিনি সেমিফাইনালে দৌড় শেষই করেননি, কাল করেছেন।
গতকাল ৭ নম্বর হিট থেকে তৃতীয় হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলেন তিনি। সে সময় ৬.৬৪ সেকেন্ডে ৬০ মিটার স্প্রিন্ট শেষ করেছিলেন তিনি। সেমিফাইনালে তিনি দৌড়োচ্ছিলেন ২ নম্বর হিটে। সেখানে তিনি সময় নেন ৬.৭০ সেকেন্ড। তাতে নিজ হিটের সবার নিচে থেকে দৌড় শেষ করেন তিনি।
অবশ্য ওই হিটে যেমন টাইমিং নিয়েছেন উতরে যাওয়া প্রতিযোগীরা, তাতে ক্যারিয়ার-সেরা টাইমিংটা করলেও ফাইনালে খেলতে পারতেন না ইমরানুর। সে হিটের দ্বিতীয় হয়ে শেষ প্রতিযোগী হিসেবে ফাইনাল নিশ্চিত করা ক্যামেরুনের ইম্যানুয়েল ইসেমে ৬.৫২ সেকেন্ডে শেষ করেছিলেন তার দৌড়, সেখানে ৬০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের দ্রুততম মানবের সেরা টাইমিং হলো ৬.৫৯।
সেমিফাইনাল থেকে বাদ পড়ায় ইমরানুরের প্রতিযোগিতা শেষ এখানেই। স্কটল্যান্ড থেকে তিনি ফিরে যাবেন ইংল্যান্ডে, তার নিজ বাড়িতে।