আবাহনীকে হারিয়ে ক্লাব হকির শিরোপা মেরিনার্সের
ক্লাব কাপ হকির প্রথম আসর বসেছিল ২০২১ সালে। সেবার আবাহনীকে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছিল ঢাকা মেরিনার ইয়াং। মাঝে তিন বছর বিরতি দিয়ে ফের টুর্নামেন্ট মাঠে গড়ালেও শিরোপা হাতছাড়া করেনি মেরিনার্স। শনিবার টুর্নামেন্টের ফাইনালে সেই আবাহনীকে আরও একবার হারিয়ে শিরোপা অক্ষুণ্ণ রেখেছে ক্লাবটি।
শনিবার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের তুমুল উত্তেজনার এই ফাইনালে ম্যাচে আবাহনী হেরেছে ২-০ গোলে। আগের বারের ফাইনালে হারের শোধ নিতে পারেনি ঐতিহ্যবাহী ক্লাবটি।
এদিন ম্যাচে উত্তেজনা ছড়িয়েছে বেশ। মাঝে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে জটিলতা তৈরি হলে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ রাখতে হয়েছে রেফারিকে। তবে এসব ছাপিয়ে শেষ হাসিটা হেসেছে মেরিনার্সই। ম্যাচের ২০ মিনিটে মেরিনার্সের হয়ে গোল করেন দীপক ও রাব্বি।
অবশ্য ম্যাচে ফেরার বেশ ভালো সুযোগ ছিল আবাহনীর। পুরো ম্যাচে মোট তিনটি পেনাল্টি পেলেও জালের দেখা পায়নি তারা। যার দায় চুকাতে হয়েছে শিরোপা হাতছাড়া করে।